বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

সিঙ্গাপুর বৈঠক পরিবর্তন আনবে বিশ্ব অর্থনীতির

জয়শ্রী ভাদুড়ী

সিঙ্গাপুর বৈঠক পরিবর্তন আনবে বিশ্ব অর্থনীতির

আবুল হাসান চৌধুরী

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের মধ্যে বৈঠক সম্পর্কে বলেছেন, বহু বছর ধরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির তৈরি হয়েছিল, সেখানে যে কিছুটা গতি পেয়েছে তা ইতিবাচক। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং-উনের বৈঠকে কিছু নাটকীয়তা ও অস্পষ্টতা আছে। তবে ইতিবাচক ফলাফল এলে বিশ্ব অর্থনীতিতে তৈরি হবে নতুন মেরুকরণ।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আবুল হাসান চৌধুরী বলেন, এই বৈঠকের নেপথ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সুদৃঢ ভূমিকা ইতিবাচকভাবে কাজ করেছে। তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে সুদৃঢভাবে তার কঠোর অবস্থান থেকে সরে আসার ব্যাপারে বোঝাতে সক্ষম হয়েছেন। আমেরিকার সঙ্গে মতৈক্য তৈরি হলে উত্তর কোরিয়ার অর্থনীতি লাভবান হবে। একইভাবে লাভবান হবে আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোও। কারণ উত্তর কোরিয়ার শৃঙ্খলিত সমাজ বিনিয়োগকারীদের জন্য বরাবরই আকর্ষণীয়। তিনি বলেন, আমরা খুঁতখুঁতে মন নিয়ে এই বৈঠকে সমালোচনা করতে চাই না। কিন্তু এখানে কিছু বিষয়ে অস্পষ্টতা থেকে গেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের উৎপাদন বিষয়ে কিছু ধোঁয়াশা আছে। ট্রাম্পের হঠকারী মনোভাবের কারণে ইউরোপের সঙ্গে পরিবেশসহ বেশ কিছু বিষয়ে তাদের দূরত্ব তৈরি হয়েছে। তাই এই বৈঠকের ফলাফল দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তাদের মনোভাব কোনদিকে যাবে কেউই বলতে পারে না। তবুও কয়েক মাস আগের যুদ্ধের যে আবহাওয়া তৈরি হয়েছিল, সেখান থেকে মুক্তি পেয়েছে বিশ্ব।

সর্বশেষ খবর