মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

রোনালদোর প্রথম দিনেই বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক, রাশিয়া থেকে

রোনালদোর প্রথম দিনেই বাজিমাত

লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা ফুটবলার? পরিষ্কার উত্তর নেই। ভালোবাসায় এগিয়ে মেসি। সমালোচনায় রোনালদো। পারফরম্যান্সে সমানে সমান। দুজনেই পাঁচবার করে জিতেছেন বিশ্বসেরা ফুটবলারের খেতাব। দুই বিশ্বসেরা ফুটবলার এবার মাঠে নামেন বিশ্বকাপ জয়ের প্রবল আগ্রহ নিয়ে। প্রথম ম্যাচও খেলে ফেলেছেন। জিততে পারেনি মেসির আর্জেন্টিনা। এমনকি জিতেনি রোনালদোর পর্তুগালও। কিন্তু পারফরম্যান্সে বাজিমাত করেছেন রোনালদো। চিনিয়েছেন নিজের জাত। করেছেন হ্যাটট্রিক। হ্যাটট্রিকটি আবার বিশ্বকাপের চলতি আসরে এবং এখন পর্যন্ত একমাত্র। হ্যাটট্রিকটি আবার ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে। তার হ্যাটট্রিকেই স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে স্পেন। রোনালদো এক বিস্ময়ের নাম। এক দ্বন্দ্বের নাম। ভক্তের সংখ্যা রোনালদো কিংবা নেইমারের মতো নয়। কিন্তু তাতে বয়েই গেছে তার। মাঠে নেমে সবাইকে পেছনে মড়িয়া রোনালদো ভালোবাসা না পেলেও বিজয়ী হয়ে মাঠ ছাড়তে ভালোবাসেন সবসময়। শুক্রবার সোচিতে স্পেনের টিকিটাকা ফুটবলের সঙ্গে কোনোভাবেই পেড়ে উঠছিল না ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, তখন দলের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। হারকিউলিস হয়ে একাই অক্সিজেন সরবরাহ করেন পর্তুগালকে। প্রথমে পেনাল্টি, এরপর বাঁ পায়ের দুরন্ত শটে দু-দুবার এগিয়ে নেন দলকে। দুর্দান্ত খেলতে থাকা স্পেন একপর্যায়ে এগিয়ে যায়। তখনই নিজের ক্যারিশমা দিয়ে রোনালদো আদায় করে নেন পেনাল্টি। যদিও পেনাল্টি নিয়ে স্পেনিশ ডিফেন্ডার পিকে নাখোশ। বলেছেন, রোনালদো ইচ্ছা করে মাটিতে পড়ে আদায় করে নিয়েছেন পেনাল্টি। এ নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই। বরং নিজের কাজটি করেছেন ঠাণ্ডা মাথায়। শট নেওয়ার আগে একবার আকাশপানে চেয়ে শ্বাস নিলেন বড় করে। এরপর স্পেনের গোলবারের দিকে তাকিয়ে মনের কাঁটা কম্পাস দিয়ে মাপজোক করে নিলেন। সামনের সাত ফুটবলার প্রাচীর করে দাঁড়িয়েছেন। কিন্তু ভিন গ্রহের রোনালদো এসব বাধাকে মাথায় না নিয়ে ডান পায়ের সোয়ার্ভিং শটে করলেন এবারের বিশ্বকাপের সেরা গোলটি। তার ওই গোলে শুধু ম্যাচটিই ড্র করল না পর্তুগাল। চির প্রতিদ্বন্দ্বী মেসিকে ছিটকে দিলেন লড়াইয়ের রাস্তা থেকে। এখন বিশ্বকাপ শুধু রোনালদোময় হওয়ার অপেক্ষা। 

সর্বশেষ খবর