মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

আসছেন জাতিসংঘ মহাসচিব বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

কূটনৈতিক প্রতিবেদক

আসছেন জাতিসংঘ মহাসচিব বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম একসঙ্গে বাংলাদেশে আসছেন। আগামী ১ জুলাই তাদের প্রস্তাবিত সফর নিয়ে কাজ করছে বিশ্বসংস্থাগুলো ও বাংলাদেশের কর্মকর্তারা। দুই দিনের বাংলাদেশ সফরে তারা মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখবেন। পাশাপাশি এ সফরে বড় অঙ্কের অনুদানের ঘোষণা আসতে পারে বিশ্বব্যাংকের পক্ষ থেকে। ঢাকার ইউএনডিপি কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখার আগ্রহ প্রকট। এ কারণে তার সফরের বিষয়ে বেশ কিছুদিন ধরেই কথা চলছে। বিশ্বব্যাংক কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সফরের একটি প্রস্তাবনা নিয়ে কাজ চলছে। তবে এখনো এটি চূড়ান্ত নয়। তবে বাংলাদেশের সরকারি সূত্রের খবর, আগামী ১ জুলাই ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। সেদিনই তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাদের সাক্ষাৎ ও বৈঠকের কর্মসূচির আলোচনা চলছে। এই সফরে জাতিসংঘের আগ্রহ ও আহ্বানে রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের পক্ষ থেকে দুইশ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা দেওয়া হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর