মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

চার দিনে ৩২ জন নিহত

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে শুক্রবার থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ—

মাগুরা : মাগুরায় গতকাল সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। তারা হলেন শালিখার হরিশপুর গ্রামের বাবা মমতাজ হোসেন, তার শিশুকন্যা সুমাইয়া, শ্রীপুরের গোয়ালদাহ গ্রামের শিশির বিশ্বাস ও সদরের বেলনগর গ্রামের সোহরাব হোসেন। পুলিশ জানায়, এদিন দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে আড়পাড়া বাজার থেকে ভ্যানযোগে শতখালীর দিকে যাচ্ছিলেন মমতাজ। এ সময় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর তাদের ভ্যানটি উল্টে যায়। এ সময় সোহাগ পরিবহনের একটি বাস উল্টো দিক থেকে এসে তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের চারজনকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে বাবা ও মেয়ে মারা যান। আহতদের চিকিৎসা চলছে। অন্যদিকে রাতে শ্রীপুরের গোয়ালদাহ ও সদরের বেলনগর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশির অধিকারী ও সোহরাব হোসেন নামে পথচারী ঘটনাস্থলেই মারা যান। ঝিনাইদহ : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে গতকাল দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে আরাপপুর এলাকায়। সেখানে মাইক্রোবাসের ধাক্কায় আজিজুর রহমান নিলু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হাবিবুর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ এমদাদুল হক জানান, দুপুরে মোটরসাইকেলে করে শহর থেকে গাড়াগঞ্জ যাচ্ছিলেন আজিজুর রহমান নিলু। পথে আরাপপুর হীরা বেকারির সামনে পৌঁছানো মাত্রই পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম (৪০) ও আরিফ মাহমুদ (৪২) নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। গতকাল সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ‘ঊনত্রিশ মাইল’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত (বিআরটিসি বাসের সুপারভাইজার) আবদুর রহিম বগুড়ার সূত্রাপুর গ্রামের আবদুল বাসেদের ছেলে এবং আরিফ মাহমুদ ফরিদপুরের বান্দিনগরের আবদুল গনির ছেলে।

নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা অটোরিকশার যাত্রী ও চালক। নিহতরা হলেন সোনাইমুড়ীর কাঁঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান (৪১), বেলাল (৩৯) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশা চালক রাকিব (২৫)। আহতদের মধ্যে আবদুল (২৯) নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি উপজেলার নদনা ইউনিয়নের কালুইয়া গ্রামে। অন্যজনের পরিচয় জানা যায়নি। নীলফামারী : ঈদের দিন রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নীলফামারীর নয় কিশোরকে গতকাল দাফন করা হয়েছে। দুপুরে জানাজা নামাজ শেষে তাদের নিজ নিজ এলাকায় দাফন করা হয়। নিহতরা সবাই সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ী ও আরাজি দলুয়া এবং গোড়গ্রাম ইউনিয়নের চৌরঙ্গি এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছে চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ী কাঞ্চনপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮), কোবাদ আলীর ছেলে শামীম হোসেন (২২), আনারুল ইসলামের ছেলে রাব্বী (১৪), নতিবাড়ী ধোপাডাঙার অভিয়ার রহমানের ছেলে খায়রুল ইসলাম (১৯), আরাজি দলুয়ার আবদুল হান্নানের ছেলে ময়নুল হোসেন (২০), আবদুর রশিদের ছেলে ডালিম (১৯), হাফিজুল ইসলামের ছেলে মাজেদুল ইসলাম (১৪) ও মিজানুর রহমান। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ১৫ থেকে ১৭ বছরের তিন যুবক মোটরসাইকেলযোগে টাঙ্গাইল যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত থেকে আসা বঙ্গবন্ধু সেতু এলাকাগামী লোকাল একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নীরা আক্তার (১০) নামে এক শিশু নিহত ও ১১ আহত হয়েছে। নীরা খামা গ্রামের বাবুল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা কালীবাড়ীর সামনের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল নীরা ও তার খালাতো ভাই আবু হানিফা (১৪)। এ সময় পেছন দিক দিয়ে জলসিঁড়ি পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নীরার মৃত্যু হয়। কুমিল্লা : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী ও এক নারী নিহত হয়েছেন। রবিবার বরুড়া উপজেলার লাইজলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী জুয়েল মোল্লা (৩৫) বরুড়া পৌরসভার বেলভুজ এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। পুলিশসূত্রে জানা গেছে, ওইদিন ভোরে কুমিল্লা থেকে বাড়ি যাওয়ার পথে বরুড়ার লাইজলায় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তার মাইক্রোবাস খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা উল্টে সালেহ আহমেদ (৪০) নামে একজন হকার নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় টামটা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের পাশে আশকরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ উপজেলার টামটা ইউনিয়নের কুলশী মিয়াজিবাড়ির মৃত আবুল বাশার মিয়াজির ছেলে। তিনি ঢাকায় হকারি করতেন। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা শহরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। তার নাম সাগর হোসেন (২৫)। তিনি দামুড়হুদা উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলেজ রোডের বিগ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় সাহাবুদ্দিন মিয়া (১৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ইসলামপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত সাহাবুদ্দিন উপজেলার বীরপাশা এলাকার নাজু মিয়ার ছেলে। তিনি রিকশা চালাতেন। বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর) সেতুর ঢালে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা নিহত এবং ভাতিজা গুরুতর আহত হয়েছেন। রবিবার বেলা আড়াইটার দিকে দুর্ঘটনায় হতাহতরা হলেন মোটরসাইকেল চালক চাচা হাসান তামিদার (১৮) ও তার আহত ভাতিজা সাগর তামিদার (১৬)। নিহত হাসান বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের শাহজাহান তামিদারের ছেলে।

জয়পুরহাট : জয়পুরহাট সদরের বানিয়াপাড়ায় রবিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় মতিজন বেওয়া (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বানিয়াপাড়া (কাচারিপাড়া) গ্রামের মৃত জয়েন উদ্দীনের স্ত্রী। রাত ৯টা নাগাদ প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় জয়পুরহাট থেকে কালাইগামী মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বায়েজিদ বোস্তামী আকিব (১৫) রবিবার মোটরসাইকেলযোগে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দেখতে গিয়ে কাপাসিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে সঙ্গের বন্ধু নাঈম। আকিব পৌরসভার শিববাড়ী রোড মুক্তিযোদ্ধা লেনের বাসিন্দা নারিকেলি দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবু সাঈদের দ্বিতীয় ছেলে। রাত পৌনে ১০টায় কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে আঞ্জুমান কবরস্থানে দাফন করা হয়। সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে এ+সহ ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিল।

সর্বশেষ খবর