মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

এরশাদ করলে আমিও নির্বাচন করব

নিজস্ব প্রতিবেদক

এরশাদ করলে আমিও নির্বাচন করব

বয়সের কারণে আগামী নির্বাচনে অংশ নিতে না চাইলেও দলের প্রয়োজনে সিদ্ধান্ত পাল্টাতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট সদর আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হলে আবারও নির্বাচনে প্রার্থী হবেন বলে জানান তিনি। গতকাল সকালে সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমি আগে বলেছি নির্বাচনে অংশ নেব না। তবে দলের প্রয়োজনে অংশ নেব। যদি এরশাদ সাহেব বা খালেদা প্রার্থী হন, তাহলে তো আমাকে দাঁড়াতেই হবে। সিলেট সদর আসন থেকে নির্বাচিত অর্থমন্ত্রী আরও বলেন, শুধু ওই দুজন প্রার্থী হলেই দেশ ও দলের প্রয়োজনে এ আসনে আবারও প্রার্থী হব। এ ছাড়া প্রার্থী হব না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে কে বেশি শক্তিশালী এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এরশাদ সাহেব সিলেটে অনেক জনপ্রিয়। তার সময়ে সিলেটে অনেক কিছু হয়েছে। খালেদা জিয়াও জনপ্রিয়। তাই কে বেশি কঠিন প্রার্থী সেটা বলা ডিফিকাল্ট। খালেদা জিয়ার জেলখানায় ঈদ করা বিষয়ে তিনি বলেন, রাজনীতিবিদরা একেক সময় একক জায়গায় ঈদ করবেন। এটা নতুন কিছু নয়। গত ১০ বছরে আমিও তিনবার বিদেশে ঈদ করেছি। এবারের ঈদ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, প্রথমত ঈদ কবে হবে তা নিয়ে কোনো সংশয় ছিল না। দ্বিতীয়ত দুই একটি স্থানে বৃষ্টি হলেও সারা দিন আবহাওয়া ভালো ছিল। ঈদের জামাতগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর