বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮ ০০:০০ টা

আবারও নেইমারকে নিয়ে সংশয়

ক্রীড়া ডেস্ক

আবারও নেইমারকে নিয়ে সংশয়

ফেবারিট হয়েও সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। হেক্সা মিশনে এসে প্রথম ম্যাচেই হোচট খেয়েছে সেলেকাওরা। অদ্ভুত হেয়ারকাটের জন্য সমালোচিত হচ্ছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির ‘প্রাণ ভোমরা’ নেইমার। আগামীকাল কোস্টারিকার বিপক্ষে মাস্ট উইন ম্যাচে নামার আগে আলুথালু অবস্থায় রয়েছে তিতের ব্রাজিল। সেরা ১৬তে খেলতে হলে ব্রাজিলকে জিততেই হবে। সেজন্য অবশ্যই হারাতে হবে কোস্টারিকাকে। মধ্য আমেরিকার দেশটি অবশ্য প্রথম ম্যাচে হেরেছিল সার্বিয়ার কাছে। যদিও কোস্টারিকার বিপক্ষে জিতে যায়, তাহলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তাটা অনেক সহজ হবে ব্রাজিলের। কিন্তু আগামীকাল নেইমার খেলবেন কিনা, এখনো নিশ্চিত নয়। কেননা, দলের সঙ্গে অনুশীলনে গোড়ালিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘনঘন ফাউলের শিকার হন নেইমার। একবার নয়, সুইস ফুটবলাররা ১০ বার ফাউল করেন তাকে। এরফলে দ্বিতীয়ার্ধে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখা যায়। ফেব্রুয়ারিতে প্যারিস সেন্ট জার্মেইনের পক্ষে ফ্রেঞ্চ লিগে পায়ের পাতার হাড় ভেঙে ফেলেছিলেন। এরফলে তিনি আড়াইমাস মাঠে বাইরে ছিলেন। অবশ্য অনুশীলন না করলেও দলের ডাক্তার রদ্রিগো লাসমার আশ্বস্ত করেছেন, ‘আঘাত রয়েছে ঠিকই। তবে সেটা না খেলার মতো নয়। আশা করছি কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবেন নেইমার।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর