বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮ ০০:০০ টা

জেলকোডের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন খালেদা

নিজস্ব প্রতিবেদক

জেলকোডের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেল কোডে থাকা বিধি-বিধানের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ বিষয়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করার ক্ষমতা সরকারের নেই। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিতে কোনো আইনি বাধা আছে কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমরা আইনের মাধ্যমে এগোচ্ছি। তার কারণ হচ্ছে যে, যখন আদালত কাউকে শাস্তি দেয় এবং তিনি কারাগারে যান। কারাগারের যাওয়ার সঙ্গে সঙ্গে জেল কোড অনুযায়ী আইনটি প্রযোজ্য হয়ে যায়। জেল কোডে যা আছে তার থেকে বেশি কিন্তু তিনি এখনি পাচ্ছেন। সে ক্ষেত্রে জেল কোডের ব্যত্যয় ঘটানো বা আইনের ব্যত্যয় ঘটানোর কোনো কারণ এখনো উদ্ভব হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করার ক্ষমতা সরকারের নেই। আপিল বিভাগে বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আপিল বিভাগে বিচারক সংকট আছে এ কথার সঙ্গে আমি একমত নই। এর আগে সাতজন বিচারক ছিলেন। বহু বছর পাঁচজন বিচারক দিয়ে আপিল বিভাগ চলেছে। তার থেকে এখন মামলা বেড়েছে কথাটা ঠিক। বর্তমানে বিচারক যারা আছেন তারা কিন্তু বহু দিন ধরে চালিয়ে যাচ্ছেন, মামলার সংখ্যা কমে আসছে। একেবারেই সংকট আছে সে ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি। তারপরেও আপিল বিভাগে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। এর আগে সহকারী জজদের ৩৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর