শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা
অস্ট্রেলিয়া-ডেনমার্ক চমকের ড্র

নক আউট পর্বে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে ডেনিশ ডিফেন্ডারের হাতে লেগে যায় বল। অস্ট্রেলিয়া পেনাল্টির আবেদন করে। কিন্তু মাঠের রেফারি কোনো কর্ণপাত করেননি। তাই অগত্যা ভিএআর (ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি) এর আবেদন করে অস্ট্রেলিয়া। তবে খেলা চলতেই থাকল। কিন্তু ভিএআর-এর সিদ্ধান্ত অনুযায়ী পেনাল্টি পেয়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মাইল জেদিনাক দুর্দান্ত এক শটে গোলও করেন। খেলায় সমতা ফিরে আসে। গতকাল খেলার ৭ মিনিটের মাথায় রক্ষণভাগের ভুলে গোল হজম করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এরিকসনের অসাধারণ গোলে ডেনমার্ক এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। তবে এই ম্যাচে তাদেরকে হারতে হয়নি সেটাই বা কম কিসে। খেলায় বল দখলের দিক দিয়ে যে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তারা একের পর এক আক্রমণ করেও আর কোনো গোল আদায় করে নিতে পারেনি। তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ডেনিশরাও। কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচে প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তাই অমীমাংসিতভাবেই খেলা শেষ হয়। ম্যাচ ড্র হওয়ায় দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক স্থানে ডেনমার্ক। বিপদে পড়ে গেল অস্ট্রেলিয়া। কেন না প্রথম ম্যাচে তারা ফ্রান্সের কাছে হেরেছিল। তাই কাগজে কলমে সম্ভাবনা থাকলেও প্রকৃত অর্থে বিদায়ঘণ্টা বেজে গেছে সকারুদের। এদিকে ফ্রান্স ১-০ গোলে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। ৩৪ মিনিটে এম বাপ্পে গোলটি করেন। দুই ম্যাচে ফ্রান্সের সংগ্রহ ৬ পয়েন্ট।

সর্বশেষ খবর