শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

সাগরে নিখোঁজ দুই তরুণের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাগরে নিখোঁজ দুই তরুণের লাশ উদ্ধার

সাগরে দুই তরুণের লাশ উদ্ধারের পর স্বজনের আহাজারি —বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত থেকে সাগরে নিখোঁজ হওয়া দুই তরুণের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। বিকাল ৩টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শানারপাড় এলাকার মিজানুর রহমান খোকনের ছেলে এবং শানারপাড় স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাজমুল হাসান  ইমন (১৯) ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র শাফায়েত হোসেন রাজ (১৬)। তারা পরস্পর খালাতো ভাই। ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনীর ডুবুরি দল যৌথ অনুসন্ধান করে তাদের খোঁজ পায়।  লাশ উঠানোর পর পুরো বিচে নেমে আসে বিষাদের কালো ছায়া। দুই খালাতো ভাইয়ের স্বজনদের আহাজারি বিদীর্ণ করে আকাশ। অকাল ও অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুকে আলিঙ্গন করা দুই সন্তানের স্বজনরা কোনো মতেই মানতে পারছিলেন না বেদনাবিধুর এ দুর্ঘটনাকে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, ‘গতকাল বিকালে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৃত ঘোষণার পর দুইজনের পিতার কাছে হস্তান্তর করা হয়।’ নিহত তরুণদের সঙ্গে বেড়াতে আসা আরিফুর রহমান অভিযোগ করে বলেন, ‘এম এ কাসেম রাজার মালিকানাধীন অবৈধ পর্যটন কেন্দ্রটির লোকজনের অসহযোগিতার কারণে আমরা দুই বন্ধুকে হারিয়েছি। আমরা তাদের কাছে বারবার অনুরোধ করেছিলাম বন্ধুদের উদ্ধারে। কিন্তু তাদের কোনো সহযোগিতা পাইনি।’

বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, ‘গত বৃহস্পতিবার বিকালে নিখোঁজের পর প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া সাগরতীর এলাকা থেকে দুই খালাতো ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়।’

সর্বশেষ খবর