রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

লড়াইয়ে ফিরল জার্মানি

বেলজিয়ামের গোল বন্যা, মেক্সিকোর জয়

ক্রীড়া প্রতিবেদক

লড়াইয়ে ফিরল জার্মানি

জোড়া গোল করেছেন বেলজিয়ামের লুকাকু —এএফপি

বিশ্বকাপ শুরু থেকে তেমন আলোচনায় ছিল না বেলজিয়াম। কিন্তু ফুটবল মহাযজ্ঞ শুরুর পর আলো ছড়াতে শুরু করেছেন এইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনরা। এদিকে গতকাল জার্মানির বিশ্বকাপ মিশন শেষই হয়ে গিয়েছিল। প্রথমার্ধে তারা সুইডেনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকে। ৩২ মিনিটে ওলা তোইভোলেন গোলটি করেন। ৪৮ মিনিটে জার্মানির পক্ষে সমতা ফেরান মার্কো রয়েস। ৮১ মিনিটে বোয়াটেং লাল কার্ড পেলে জার্মানি ১০ জনের দলে পরিণত হয়। তবুও ইনজুরি টাইমের শেষ মিনিটে টনি ক্রোস গোল করে জার্মানিকে জিতিয়ে দেন। এই জয়ে সুইডেন ও জার্মানি যৌথভাবে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। গ্রুপের শেষ ম্যাচে জার্মানি যদি কোরিয়াকে হারাতে পারে আর মেক্সিকো ও সুইডেনের ম্যাচটি ড্র হয়, তাহলে গ্রুপ রানার্সআপ হয়ে জার্মানি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। প্রথম ম্যাচে পানামাকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে গতকাল মস্কোতে খেলতে নামে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বর দল বেলজিয়াম। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে গোলবন্যায় ভাসিয়েছে আফ্রিকান দেশ তিউনিশিয়াকে। লুকাকু ও হ্যাজার্ডের জোড়া গোলে ৫-২ এ উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। এবারের বিশ্বকাপে গোলের হিসেবে সবচেয়ে বেশি গোল হয়েছে গতকালের ম্যাচে। গোল হয়েছে ৭টি। এর আগে স্পেন-পর্তুগাল ম্যাচে মোট গোল হয়েছিল ৬টি। এই ম্যাচে দুটি করে গোল করে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন লুকাকু ও হ্যাজার্ড। কিন্তু পুরো সময় মাঠে না থাকায় হ্যাটট্রিক করতে পারেননি কেউ। হ্যাটট্রিক না করলেও দুই ম্যাচে ৪ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লিখেছেন লুকাকু। দুজনই এখন যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন। হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে তিউনিশিয়ার। ম্যাচ শুরুর পর থেকেই অলআউট ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যাজার্ড (১-০)। ১৬ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন লুকাকু দুর্দান্ত এক গোলে (২-০)। দুই মিনিট পর একটি গোল শোধ করেন তিউনিশিয়ার ব্রন (১-২)। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বেলজিয়াম। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও ম্যাচের তিন নম্বর গোলটি করেন লুকাকু (৩-১)। এই ব্যবধানে বিরতির বাঁশি বাজে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর গোল বাড়াতে মরিয়া হয়ে ওঠে আফ্রিকান প্রতিনিধিরা। ৫১ মিনিটে হ্যাজার্ড ম্যাচের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোলটি করেন ঠাণ্ডা মাথায় (৪-১)। চার গোলে এগিয়ে যাওয়ার পর একের পর এক মিস করতে থাকেন বাতসুয়াই। বদলি খেলতে নামা বাতসুয়াই একাই মিস করেন নিশ্চিত তিনটি গোল। অবশ্য ৯০ মিনিটে একটি গোল করে মান রাখেন নিজের (৫-১)। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল ব্যবধান কমান খাজরি (২-৫)। দুই ম্যাচে ৮ গোল করে বেলজিয়াম জানান দিল শিরোপা জেতার জন্যই এসেছে রাশিয়ায়। এদিকে ‘এফ’ গ্রুপে টানা দুই ম্যাচ জয় পেয়েছে মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে তারা চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারায়। গতকাল দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে। বিজয়ী দলের ভেলা ও হার্নান্দেজ, বিজিত দলের পক্ষে হিউমিন গোলগুলো করেন। দুই ম্যাচ হেরে দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল।

সর্বশেষ খবর