রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

সারা দেশে ৪৬ জন নিহত সড়ক যেন মৃত্যুর মিছিল

প্রতিদিন ডেস্ক

সারা দেশে ৪৬ জন নিহত সড়ক যেন মৃত্যুর মিছিল

গাইবান্ধায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে বাস। —বাংলাদেশ প্রতিদিন

ঈদের ছুটি শেষে সড়ক-মহাসড়কে ফের দুর্ঘটনার মহোৎসব শুরু হয়েছে। গতকাল দেশের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর মধ্যে শুধু গাইবান্ধার একটি দুর্ঘটনায়ই নিহত হয়েছেন ১৮ জন। বেপরোয়া যানবাহন চালানোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— গাইবান্ধা : রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় থানা সূত্রে জানা গেছে, আলম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। বাসটি রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে পাঠানোর সময় বাকিরা মারা যান। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে যাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন রংপুরের গঙ্গাচড়ার এমদাদ আলী, গাইবান্ধার সাদুল্যাপুরের ইউনুস আলী, নলীফামারীর জলঢাকার মিনারুল খান, কুড়িগ্রাম রাজীবপুরের মাসুদ রানা, কুষ্টিয়ার মিরপুরের আবদুর রশিদ, পঞ্চগড়ের বোদার জহিরুল ইসলাম, টাঙ্গাইল সদরের রুবেল হোসেন ও দিনাজপুরের বীরগঞ্জের আখতারুল ইসলাম। বিকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, নিহত ১৮ জনের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা পেশায় গরু ব্যবসায়ী, পোশাক শ্রমিক ও বিভিন্ন ধরনের শ্রমিক ছিলেন। অন্য নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিতের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে আরও ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ঠাকুরগাঁও সদর উপজেলার আবদুর রহিম, এনামুল হক ও মকবুল হোসেন, হরিপুর উপজেলার বিশ্বনাথ চন্দ্র রায় ও ইসমাইল হোসেন রুবেল এবং টাঙ্গাইল সদর উপজেলার শাহজাহান শিকদার। এদিকে গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে টাকা সহায়তার কথা জানানো হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহিনুর আলম বলেন, জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী নিহত প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। সে অনুযায়ী পরিচয় শনাক্ত করা আটজনের পরিবারের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে। রংপুর : গতকাল ভোর রাতে রংপুরের পাগলাপীরে বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন এবং হেলপার বাস চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর সলেয়াশা এলাকায় রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী বিআরটিসির দ্বিতল বাস সড়কে দাঁড়িয়ে পেছনের চাকা পরিবর্তন করছিল। বাসের যাত্রীরা এসময় সড়কে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক এসে সড়কের ওপর বসে থাকা যাত্রীদের চাপা দিয়ে বাসের সঙ্গে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৬ জনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং এ কারণে তাদের কাউকেই চেনা যাচ্ছিল না। নিহত ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— দিনাজপুর শহরের নিমতলী এলাকার নিশাত (২২), সাজ্জাদ (২০), বিরল উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার ঝরনা খাতুন (২৮) ও লাভলী বেগম (৩৫)। অপর দুজনের মধ্যে একজন বাসের সহকারী বলে শনাক্ত করা গেলেও তার নাম জানাতে পারেনি পুলিশ। পুলিশ আরও জানায়, বাসটিতে শতাধিক যাত্রীর মধ্যে বেশিরভাগই ছিলেন গার্মেন্টকর্মী। তারা ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। সিরাজগঞ্জ : রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ট্রাকের চালক ও  হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী। গতকাল ভোর পৌনে ৬টার দিকে কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক শফিকুল ইসলাম (৩৫) সলঙ্গা থানার শামপুর গ্রামের জসিম ফকিরের ছেলে এবং হেলপার রফিকুল ইসলাম (২৫) একই গ্রামের দোহা শেখের ছেলে। ঘটনার ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আবদুল কাদের জিলানী ও উপ-পরিদর্শক আশরাফ আলী গণমাধ্যমকে জানান, মহাসড়কের কালিকাপুর এলাকায় স্থানীয় বালু পরিবহনকারী ট্রাক (যশোর-ড-১১-০৮৮৩) অবৈধভাবে ওভারটেকিং করার সময় ঢাকা থেকে (ঢাকা মেট্রো-ব-১৫-০০৮১) বগুড়াগামী আর কে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদর উপজেলা ও মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি ভ্যান, রিকশা ও থ্রিহুইলারে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি লোকালবাস ঘোনাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রিকশা, ভ্যান, থ্রিহুইলারকে থাক্কা দিয়ে ট্রাফিক আইল্যান্ডে গিয়ে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই বাসের চাপায় দুজন নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন। আহত ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) গোপালগঞ্জ শাখার রেজিস্ট্রার ইমরান হোসেন (৩৮), মাঠ কর্মকর্তা পুলক ব্যাপারী (৩৪) ও আরেক সহকর্মী রুবেল ফকির। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় লোকমান শেখ (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, খুলনা থেকে ঢাকাগামী হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। নাটোর : নাটোরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে সুলতা রানী (৪৫) জেলার নলডাঙা উপজেলার সোনারদি গ্রামের শ্রীমঙ্গল দেবনাথের স্ত্রী এবং কানাই চন্দ্র (৪০) একই উপজেলার সোনাতালপুর গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে। নাটোর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, শহরের কমলা সুপার মার্কেটের সামনে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোর দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হন। থানা সূত্র বলছে, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় একটি বাস খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল সকাল ৯টার দিকে পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তুহিন পরিবহন নামের একটি বাস বরিশাল থেকে বগুড়া যাচ্ছিল। সকাল ৯টার দিকে ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের চালক ইব্রাহিম (৩৮) ও হেলপার হাবিব (৩২) নিহত হন। এ সময় আহত হন কমপক্ষে ২০ জন। তাদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই জনের বাড়ি নাটোর জেলায়। রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে বাসের চাকায় পিষ্ট হয়ে বাসচালকের সহকারী ইমন সরদার (২০) নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমন ফরিদপুরের নগরকান্দা থানার বড়াইগ্রামের মো. ইসমাইল সরদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি লোকাল বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৮৮৪) দৌলতদিয়া ঘাট টার্মিনালের কাছে পৌঁছালে অজ্ঞাত এক নারী হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে যান। এ অবস্থায় বাসটির চালক ওই নারীকে বাঁচাতে দ্রুত পাশ কাটাতে চেষ্টা করেন। এতে ওই নারী রক্ষা পেলেও বাসটির গেটে দাঁড়িয়ে থাকা হেলপার ইমন ছিটকে পড়ে চাকায় পিষ্ট হন। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাভার : সাভারে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের মধ্যে আরও তিনজন সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন বলে স্থানীয় সূত্র জানালেও পুলিশ নিশ্চিত করতে পারেনি। পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভারের আমিনবাজার এলাকায় এসে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। টাঙ্গাইল : সখীপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আবদুুল বাছেদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে সখীপুর-গোপীনপুর সড়কের তৈলধারা বটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ উপজেলার জিতাশ্বরী এলাকার আবদুল জব্বার মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাছেদ মিয়া মোটরসাইকেলে করে মাছ ধরার জন্য চাপড়াবিল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আলোকদিয়া গ্রামের প্রধান সড়কে এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন। নিহত পথচারী ওবায়দুর রহমান (৫০) ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। মোটরসাইকেলের আরোহী মহসিন আলীকে (২৬) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং চালক মাসুদ রানাকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহেরা খাতুন ও মিলন নামের দুজন নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার আজাদনগরে এ ঘটনা ঘটে। এ সময় প্রবল বৃষ্টি হচ্ছিল বলে স্থানীয়রা জানান।  নেত্রকোনা : নেত্রকোনা শ্যামগঞ্জ-জারিয়া-দুর্গাপুর সড়কের শুকনাকুড়িতে গতকাল দুপুরে মাহেন্দ্র ট্রাক্টর ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাওন (১৩) নামে এক কিশোর নিহত এবং ৯ জন আহত হয়েছেন। শাওন পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সে মাহেন্দ্র গাড়ির হেলপার। জানা গেছে, মাহেন্দ্র ট্রাক্টরটি দুর্গাপুর থেকে বেশকিছু যাত্রী নিয়ে শ্যামগঞ্জে যাচ্ছিল। শুকনাকুড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই হেলপার শাওন নিহত  ও ৯ জন আহত হন। চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় সড়ক পারাপারের সময় ম্যাজিক গাড়ির চাপায় ছলেমা খাতুন (৭৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ভাঙ্গারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছলেমা খাতুন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার মৃত হাজী মোহাম্মদ ছৈয়দের স্ত্রী ও মহেশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমের মা। কুমিল্লা : লাকসামে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল লাকসাম পৌরসভার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ রায়হান (১৯)। তিনি সাতবাড়িয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। মেহেরপুর : গাংনী উপজেলার কাজীপুর গ্রামে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী আহত হন। দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ খবর