রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে যাবেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে যাবেন জাতিসংঘ মহাসচিব

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আগামী ৩০ জুন ঢাকায় আসছেন। একই দিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও আসছেন। ঢাকা থেকে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।  অ্যান্তোনিও গুতেরেস এর আগে সংস্থাটির শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ছিলেন। ওই পদে থাকার সময় ২০০৮ সালেও একবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। এবার জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই অ্যান্তোনিও গুতেরেস এ সংকট সমাধানে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বানও জানিয়েছেন গুতেরেস।

সর্বশেষ খবর