সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

এবার ইংল্যান্ডের গোলবন্যা

জাপান সেনেগাল কেউ জেতেনি

ক্রীড়া প্রতিবেদক

এবার ইংল্যান্ডের গোলবন্যা

১৯৬৬ সালে একবারই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেবার নিজ দেশে অনুষ্ঠিত ফাইনালে  তৎকালীন পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে স্বপ্নের ট্রফি ঘরে তুলেছিলেন ইংলিশরা। এরপর প্রতি আসরে ফেবারিট হলেও ফাইনালে উঠতে পারেনি তারা। সেমিতে খেলাটাই ছিল বড় প্রাপ্তি। অতীত যাই হোক এবার ইংল্যান্ড হারানো গৌরব ফিরে পেতেই রাশিয়া উড়ে এসেছে। প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলেও গতকাল গোল বন্যায় ভাসিয়েছে নবাগত পানামাকে। ৬-১ গোলে জয় পেয়েছে তারা। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়েছিল ইংল্যান্ড। আগের ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-০ গোলে হারলেও প্রথমার্ধে সমানভাবে লড়াই করেছিল পানামা। কাল শুরু থেকেই ইংল্যান্ডের সামনে অসহায় ছিল তারা। জয়ের নায়ক অধিনায়ক হ্যারিকেইন। যার জোড়া গোলে ইংলিশরা এবার বিশ্বকাপ মিশন শুরু করে। অথচ এই তরুণ খেলোয়াড়কে অধিনায়ক করায় ইংলিশ মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। যোগ্য লোকের হাতে নেতৃত্ব যে তুলে দেওয়া হয়েছে হ্যারিকেইন তা প্রমাণ করছেন। প্রথম ম্যাচে দুই গোল গতকাল হ্যাটটি ্রক। টানা দুই ম্যাচে পাঁচ গোল করে বিশ্বকাপে বিরল এক রেকর্ডও সৃষ্টি করে কেইন। এটি চলতি বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম ম্যাচেই স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচ গোল দিয়ে কেইন এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। হ্যারিকেইন যে রাশিয়া বিশ্বকাপে আলো ছড়াবেন অনেক ফুটবল বিশ্লেষকই মন্তব্য করেছিলেন। দুই ম্যাচে হ্যারিকেইন ঝড় তুলে তার স্বাক্ষরও রাখছেন। ২০১৫ সালে ইংল্যান্ড দলে অভিষেক হয় কেইনের। সেবার লিথুয়ানিয়ার বিপক্ষে রুনির বদলে খেলতে নেমে ৮০ সেকেন্ডেই গোল করে আলোড়ন তোলেন কেইন। এবার অধিনায়ক হয়েই বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন ইংলিশ তরুণ এই ফুটবলার। ২২ ও ৪৫+১ মিনিটে পেনাল্টি থেকে টানা দুই গোল করেন কেইন। ৬২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। এরপরই কোচ তাকে মাঠে থেকে তুলে নেন। কাল অবশ্য ইংল্যান্ডের গোলের সূচনা করেন স্ট্রোকস। ৮ মিনিটেই তিনি দলকে এগিয়ে রাখেন। ৪০ মিনিটে আরেকটি গোল। মাঝে ৬৫ মিনিটে লিনগার্ড ইংল্যান্ডের পক্ষে ১টি গোল করেন। ৭৮ মিনিটে ব্যালোর পানামার পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন। ২৮ জুন বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়নের জন্য লড়বে ইংল্যান্ড। দিনের দ্বিতীয় ম্যাচে জাপান ও সেনেগাল ২-২ গোলে ড্র করেছে। জাপানের তাকাশি, হোন্ডা ও সেনেগালের পক্ষে সাদিও এবং মুসা গোলগুলো করেন।

সর্বশেষ খবর