সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

রোনালদোর এগিয়ে যাওয়ার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

রোনালদোর এগিয়ে যাওয়ার লড়াই

প্রথম ম্যাচে হ্যাটট্রিক। পরের ম্যাচে আরও একটি দুর্দান্ত গোল। দুই ম্যাচে ৪ গোল, ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ পারফরম্যান্স। পর্তুগালের এই রিয়াল তারকার ছন্দে ছন্দময় ফুটবল খেলে বিশ্বকাপকে আলোকিত করছে পর্তুগাল। প্রথম ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র করেছিল স্পেনের সঙ্গে। পরের ম্যাচে রোনালদোর গোলে মরক্কোকে পরাজিত করে পর্তুগাল। ইরানের বিপক্ষে আজ খেলতে নামছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। সমীকরণের মারপ্যাঁচে ম্যাচটির গুরুত্ব বেড়ে গেছে অনেকগুণ। ম্যাচটির ফলাফলের ওপর নির্ভর করছে পর্তুগাল তথা রোনালদোদের পরের রাউন্ডে যাওয়া। পর্তুগালের প্রথম দুই ম্যাচে পয়েন্ট ৪। ইরানের পয়েন্ট এক জয় ও এক হারে ৩। সেরা ১৬-তে খেলার জন্য সুযোগ রয়েছে দুই দলের। যদি পর্তুগাল ড্র করে, তাহলেও যাবে। তখন পয়েন্ট হবে ৫। আর যদি জিতে যায়, তাহলে পয়েন্ট হবে ৭। তখন সমীকরণ দাঁড়াবে গ্রুপ শীর্ষ হওয়ার। তবে ইরান জিতে গেলে চলে যাবে পরের রাউন্ডে। এশিয়ার দলটির পয়েন্ট হবে তখন দুই জয়ে ৬। এজন্য অবশ্য রোনালদোদের অপেক্ষায় থাকতে হবে স্পেন-মরক্কো ম্যাচের ফলাফলের দিকে। স্পেন দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। যদি মরক্কোর সঙ্গে ড্র করে স্পেন, তাহলে পর্তুগাল-ইরান ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ম্যাচটি একাধারে যেমন পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ রোনালদোর জন্যও। গতকাল পানামার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। সব মিলিয়ে দুই ম্যাচে কেনের গোলসংখ্যা ৫। ৪টি করে তার পেছনে রয়েছেন রোনালদো ও রোমেলু লুকাকু। সুতরাং কেইনকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচ আজ রোনালদোর। রোনালদো পর্তুগালের একমাত্র ফুটবলার যিনি টানা চার বিশ্বকাপে গোল করার বিরল রেকর্ড গড়েছেন।

সর্বশেষ খবর