সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে বুলবুল বরিশালে সরোয়ার বিএনপির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাখলেও বরিশালে বদলে     দলের যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী করেছে বিএনপি। গতকাল রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে একই দিন অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেননি তিনি। বিএনপি মহাসচিব বলেন, আজ সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সিলেটে জোটশরিক জামায়াতে ইসলামীকে ছাড় দেওয়ার গুঞ্জন থাকলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তা উড়িয়ে দেন মির্জা ফখরুল। সিলেটে বর্তমান মেয়র আরিফুল হকের হাতেই ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রার্থী ঘোষণা উপলক্ষে গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপেদষ্টা আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সব বাধা উপেক্ষা করে মঙ্গলবার সকালবেলাই গাজীপুরের ভোটারদের কেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজীপুরের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। আমি গাজীপুরবাসীকে আহ্বান জানাতে চাই, আপনাদের যে সাংবিধানিক অধিকার তা প্রয়োগ করুন। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা ভোটকেন্দ্রে যান। সকাল থেকেই কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করুন।’ একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, ‘গাজীপুরের ভোট যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়, ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এর সব ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত।’ গাজীপুরে ভোট সুষ্ঠু হলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান উদ্দিন সরকার লক্ষাধিক ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহসচিব।

 তিনি বলেন, ‘গাজীপুরের অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমরা শতভাগ আশাবাদী। শতকরা ১০০ ভাগ আশাবাদী, লক্ষাধিক ভোটে আমরা জয়লাভ করব।’ তবে এই নির্বাচনের ফলাফলের ওপর পরবর্তী তিনটি সিটি নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত হতে পারে বলেও জানান মির্জা ফখরুল।

 তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, গাজীপুর সিটি নির্বাচন ইসির জন্য টেস্ট কেস। এই নির্বাচনটি দেখে নিঃসন্দেহে আমরা বক্তব্য রাখব।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গাজীপুরে আমি গতকাল গিয়েছিলাম। আমি যেটা প্রত্যক্ষ করেছি, আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে নেতা-কর্মীরা নির্বাচনটা পরিচালনা করছেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে এটা পরিচালনা করছেন ওখানকার এসপি। তার অধীনে যে পুলিশ ফোর্স, ডিবি আছে, তারা এটা পরিচালনা করছে।’

সর্বশেষ খবর