সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

পাঁচ শতাংশ মানুষের সম্পদ কতগুণ বেড়েছে তা অবিশ্বাস্য

নিজস্ব প্রতিবেদক

পাঁচ শতাংশ মানুষের সম্পদ কতগুণ বেড়েছে তা অবিশ্বাস্য

বিএনপি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইদানীং দেশের পাঁচ শতাংশ লোকের সম্পদ (আয়) কতগুণ বেড়েছে তা আমরা জানি না, তবে যা বেড়েছে তা অবিশ্বাস্য। তারা সারা বিশ্বে বাড়িঘর কিনছে। তাদের টাকা রাখার জায়গা নেই।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ওপর ট্যাক্স কমিয়ে এ পাঁচ শতাংশ মানুষকে ট্যাক্সের আওতায় আনা গেলে, এনবিআরের ট্যাক্স আদায় বহুগুণ বেড় যাবে। এ জন্য এই পাঁচ শতাংশ মানুষের সম্পদের খোঁজ নিতে এনবিআরের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীতে সিপিডির এক সংলাপে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এই পাঁচ শতাংশ মানুষ কারা, তা আপনি আমি আমরা সবাই জানি। এখানেও আছেন। ফলে এদের ধরুন। এনবিআরের টার্গেটের চেয়ে বেশি রাজস্ব শুধু এখান থেকেই আসবে। বিএনপির এই নেতা আরও বলেন, যারা ব্যাংক লুট করছে, আপনারা তাদের ট্যাক্স কমিয়ে দিচ্ছেন। আবার যারা লুট করে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছেন না। অর্থ মন্ত্রণালয়ে ব্যাংকিং ডিভিশন বলে আপনারা বিভাগটা তৈরি করেছেন, এটাকে বিলুপ্ত করে দিন। দয়া করে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো তাদের করতে দিন। তিনি বলেন, ‘আজকাল গভর্নর একটি সাংবিধানিক এবং প্রশ্নাতীত পদ। অথচ এখন কী হচ্ছে— একটি হোটেলে ব্যাংক মালিকদের সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে নিয়ে সিআরআর কমিয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করেন, ইনস্টিটিউটশন কোথায় চলে গেছে? কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একটি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা প্রশ্নাতীত। সেই গভর্নরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে হোটেলে। কারা হোটেলে? সব ব্যাংকের মালিকরা বসে আছেন। তাদের বড় অংশই ব্যাংক লুটেরা। ব্যাংক লুটপাট করে এমন জায়গায় নেওয়া হয়েছে যে, আমানতকারীর টাকা ফেরত দিতে পারছে না।’

সর্বশেষ খবর