বুধবার, ২৭ জুন, ২০১৮ ০০:০০ টা

ফ্রান্স ডেনমার্ক নকআউটে

ক্রীড়া ডেস্ক

দুই ম্যাচে জিতেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল ফ্রান্স। গতকাল ফরাসিদের সঙ্গে গোলশূন্য ড্র করে সি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করল ডেনমার্ক। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। ৫ পয়েন্ট নিয়ে  রানার্সআপ ডেনমার্ক। বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেল পেরু ও অস্ট্রেলিয়ার। আগেই নকআউট নিশ্চিত হওয়ায় গতকাল বেশ ফুরফুরে মেজাজেই ছিল ফ্রান্স। সেরা তারকা পল পগবাকে মাঠেই নামায়নি তারা। ৬৮ মিনিটের সময় গ্রিজম্যানকেও তুলে নেওয়া হয়। তারপরও গোল করতে পারেনি ডেনমার্ক। তবে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। গ্রুপের আগে ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে পেরু। কালকের ম্যাচের আগেই পেরুর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে কাগজে-কলমে সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। ফ্রান্সের বিরুদ্ধে ডেনমার্ক যদি বড় ব্যবধানে হারত এবং পেরুর বিরুদ্ধে যদি তারা বড় ব্যবধানে জয় পেত তাহলেই নকআউটের টিকিট পেয়ে যেত সকারুরা! কিন্তু সে আশায় গুড়েবালি! উল্টো পেরুর কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। অবশ্য জিতেও লাভ হতো না। কেন না আরেক ম্যাচে ফ্রান্স-ডেনমার্ক ড্র হয়েছে। প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও ডেনমার্কের বিরুদ্ধে হারলেও শেষ ম্যাচে দারুণ খেলেছে পেরু। খেলার ১৮ মিনিটের মাথায় পেরুকে এগিয়ে দেন ক্যারিলো। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গেরেরো। দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল পেরু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর