বুধবার, ৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নির্যাতনের শিকার হচ্ছে দেশের ছাত্র সমাজ : খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার কর্মক্ষেত্রে মেধার বিকাশ চায় না। এ জন্যই দেশব্যাপী ছাত্রদের কোটা সংস্কারের দাবি মানছে না। তিনি বলেন, কর্মক্ষেত্রে কোটা সংস্কারের দাবির মুখে দেশের গোটা ছাত্রসমাজ আজ একটি সন্ত্রাসী দলের চরম নির্যাতনের শিকার হচ্ছে। হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এদের পরিচয় সমগ্র জাতির সামনে তুলে ধরা উচিত। কারণ তাদের নির্যাতন-নিপীড়নে আজ বাংলাদেশের সব মানুষ নীরবে কাঁদছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় এতে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আমীর খসরু বেগম খালেদা জিয়ার মামলার বিষয়টিকে বিচারিক নয় দাবি করে এ জন্য আর সময় নষ্ট না করে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে বিষয়টির মোকাবিলা করতে সবার প্রতি আহ্বান জানান। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোটা সংস্কারের দাবিতে যখন গোটা বাংলাদেশ জেগে উঠেছে, তখন জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সব কোটাব্যবস্থা বাতিল করে দিলেন। তিনি বলেন, যদি কেউ জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা তার দায়িত্ব। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন। এর ফলে মেধাবী বাংলাদেশ গড়ে উঠছে না, মেধা থেকে দেশ বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, ছাত্ররা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ উন্মুক্ত করার জন্য। কিন্তু যেভাবে সরকারি লোকেরা ছাত্রদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, তা অবিশ্বাস্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর