রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মমতার নতুন স্বপ্ন

কলকাতা প্রতিনিধি

মমতার নতুন স্বপ্ন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তবে তিনি এখনই এ কথা মুখ ফুটে বলতে পারছেন না। আকার-ইঙ্গিতেই কেবল এটা বোঝাচ্ছেন। ভারতের ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকাকে একান্ত সাক্ষাৎকারে এ প্রশ্নে তিনি কৌশলী জবাবে বলেছেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খারিজ করার আমি কে?’ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, সে প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘এটা খুবই বোকা প্রশ্ন। প্রথমত আমি বলব যে, আমার কোনো ইচ্ছা নেই। আমি একজন সাধারণ ব্যক্তি এবং আমার কাজ নিয়ে আমি সন্তুষ্ট। কিন্তু একটি যৌথ পরিবারের সদস্য হিসেবে আমরা প্রত্যেককে সাহায্য করতে চাই। প্রধানমন্ত্রী বাছাই করার পরিবর্তে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’ এরপরই তাকে প্রশ্ন করা হয় ‘তবে কি প্রধানমন্ত্রীর দৌড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন?’ উত্তরে মমতার পাল্টা জবাব, ‘আমি দূরে সরিয়ে রাখার কে? আমি জানি যে, অনেক লড়াইয়ের পরে আমি এখন দুঁদে রাজনীতিক। আমি একজন সিনিয়র রাজনীতিক। আমি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, দুবার বিধায়ক এবং দুবার মুখ্যমন্ত্রী হয়েছি। তাই আমি এমন কিছুই বলব না, যেটা অন্যরা নাও পছন্দ করতে পারেন।’ পর্যবেক্ষকরা বলছেন, আগামী বছরই ভারতে লোকসভার নির্বাচন। কিন্তু তার আগে দেশটিতে একাধিক উপনির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর দল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমন এক পরিস্থিতিতে বিরোধীদের ধারণা, তারা যদি একজোট হয়ে ‘এক প্রার্থী’ দেয়, তবে বিজেপির ভোট ব্যাংকে আঘাত হানা যাবে। আগামী নির্বাচনে বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় ফিরে যাওয়ার স্বপ্নে পানি ঢেলে দেওয়া সম্ভব হবে। পর্যবেক্ষকদের মতে, কৌশলে এই কাজটিই করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর