সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কর্মসংস্থানহীন প্রবৃদ্ধিই বড় সমস্যা

নিজস্ব প্রতিবেদক

কর্মসংস্থানহীন প্রবৃদ্ধিই বড় সমস্যা

কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রাজধানীর একটি হোটেলে কানাডার হাইকমিশনের আয়োজনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশে একটা বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে (জবলেস গ্রোথ) কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি। এ বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্য ও বাস্তব চিত্রের মধ্যে অসামঞ্জস্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আমাদের কাছে ধাঁধার মতো মনে হচ্ছে যে কৃষিকাজ বা অন্যান্য সময়ে লোক পাওয়া যাচ্ছে না। তার মানে সবাই ব্যস্ত আছে। আবার পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখছি, কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হয়েছে। বেকারের সংখ্যা বেড়ে গেছে। এটা একটা বড় সমস্যা।

এজন্য প্রয়োজনে পলিসি রিসার্চ ইনস্টিটিউট ও সেন্টার ফর পলিসি ডায়ালগকে (সিপিডি) কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি নিয়ে মুক্ত বিতর্ক আয়োজনের আহ্বান জানান অর্থমন্ত্রী।

সর্বশেষ খবর