মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আলোচনা গ্রিজম্যান হ্যাজার্ডকে ঘিরেই

ক্রীড়া প্রতিবেদক, সেন্ট পিটার্সবার্গ থেকে

প্রতিপক্ষ ব্রাজিল। মিডফিল্ডে বর্তমান ফুটবলের সেরা সেরা তারকারা বিচরণ করছেন। কটিনহো, নেইমার, পলিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুস। ডিফেন্সেও আছেন থিয়াগো সিলভা, মার্সেলোর মতো তারকা ফুটবলার। কিন্তু সবাইকে কাঁচকলা দেখাচ্ছেন তিনি। পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার ইডেন হ্যাজার্ড ছাপিয়ে যাচ্ছেন অন্য সবাইকে। কেউ তাকে থামাতে পারছে না। হ্যাজার্ডের খেলা দেখে মুগ্ধ প্রতিপক্ষ ব্রাজিলও। ম্যাচ শেষে তাই হ্যাজার্ড এগিয়ে গেলে তাকে সাদরে বরণ করেছিলেন নেইমার। আধুনিক ফুটবলে একা একা খেলাটা হয় না। ম্যারাডোনার যুগটা বহু আগেই পিছনে ফেলে এসেছে ফুটবল দুনিয়া। তবে কখনো কখনো কেউ এতটাই ভালো খেলে, তাকে বিশেষ নজরে দেখতেই হয়। এবারের বিশ্বকাপে দুজন নজর কেড়েছেন। যা পারেননি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। পর্তুগিজ তারকা শুরুর দিকে একটা ঝলক দেখিয়েই হারিয়ে গেলেন। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইডেন হ্যাজার্ড। এমন শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন আরও একজন। ফ্রান্স দলের আঁতোয়ান গ্রিজম্যান। বিশ্বকাপের অনেক আগেই গ্রিজম্যান নিজেকে সেরা ফুটবলারদের একজন হিসেবে প্রমাণ করেছিলেন। এমনকি মেসি-রোনালদোর সঙ্গে ব্যালন ডি’অরের লড়াইয়েও তিনি ছিলেন। সেই গ্রিজম্যান এবার বিশ্বকাপেও আলো ছড়াচ্ছেন। ফ্রান্স দলের কেন্দ্র এখন তিনিই। গোল করা, গোল বানিয়ে দেওয়া, প্রতিপক্ষের ডিফেন্স লাইনে চাপ প্রয়োগ করে অন্যদের সুযোগ করে দেওয়া, সবই করছেন গ্রিজম্যান। ফরাসিদের কাছে তিনি হয়ে উঠেছেন আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। এরই মধ্যে বিশ্বকাপে তিনটা গোল করেছেন। আরও একটা গোলে এসিস্ট করেছেন। এ ছাড়াও ফ্রান্সের করা বেশিরভাগ গোলে মুখ্য ভূমিকা পালন করেছেন। গ্রিজম্যান আজ জ্বলে উঠলে, বেলজিয়ামকে হারিয়ে দিতে পারে ফ্রান্স! অন্যদিকে বেলজিয়ামের হ্যাজার্ডও তো কম নন। তিনিও চারটা গোলে সরাসরি যুক্ত ছিলেন। দুটো গোল করেছেন নিজে। বাকি দুটোতে এসিস্ট করেছেন। বেলজিয়ামের করা ১৪টা গোলের বেশিরভাগেই হ্যাজার্ডের সংশ্লিষ্টতা ছিল। আজ হ্যাজার্ড জ্বলে উঠলে ফ্রান্সেরও কিছু করার থাকবে না! তবে ফ্রান্স মানে কেবল আঁতোয়ান গ্রিজম্যান নয়।

এই দলে আছেন কিলিয়ান এমবাপ্পে। আছেন অলিভিয়ের গিরদ, পল পগবা, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লরিসসহ আরও অনেকে। তেমনি বেলজিয়াম মানেই কেবল হ্যাজার্ড নন। এই দলে আছেন কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু, ফেল্লিনিরা। গোলবারের সামনে কর্টয়েসও তো আছেন। ফ্রান্স-বেলজিয়াম লড়াই তাই ভিন্ন মাত্রায় পৌঁছে যাবে। ফাইনালের আগে আরও একটি ফাইনাল!

সর্বশেষ খবর