শিরোনাম
মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এখন আদালতকেই ব্যবস্থা নিতে হবে

ডা. জাফরুল্লাহ চৌধুরী

এখন আদালতকেই ব্যবস্থা নিতে হবে

কথায় কথায় হাসপাতাল বন্ধ করা কোনো নৈতিক আচরণ নয়। রোগী জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা অন্যায়। বার বার এ ঘটনা ঘটলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন একমাত্র আদালতই ভরসা। আদালত যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নেয় তাহলে এই জিম্মিদশা থেকে মুক্তি পাবেন রোগীরা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, চিকিৎসকের সঙ্গে কারও ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু সেই ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসককে তার পাশে দাঁড়াতে হবে। যুদ্ধ ক্ষেত্রে আহত শত্রুকেও সেবা দিতে পিছপা হন না চিকিৎসকরা। রোগীকে সেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া চিকিৎসাসেবার নীতি পরিপন্থী। জীবন বাঁচিয়ে রোগীকে সুস্থতা উপহার দেওয়াতেই চিকিৎসকের প্রশান্তি। একই ঘটনা একাধিকবার ঘটলেও সরকারের টনক নড়ে না। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার পক্ষ নিয়ে রোগীদের জিম্মি করা মানবিকতা নয়।

সর্বশেষ খবর