মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শিগগিরই আপিল বিভাগে বিচারক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

শিগগিরই আপিল বিভাগে বিচারক নিয়োগ

আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগ দেওয়ার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। আমি যতদূর জানি এ বিষয়ে রাষ্ট্রপতি চিন্তাভাবনা করছেন। আশা করি শিগগিরই তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কিছুসংখ্যক নতুন বিচারক নিয়োগ করবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনে গতকাল প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সংসদকে আরও জানান, বিগত বছরসমূহে ২৫০ জনের অধিক সিনিয়র জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সমপর্যায়ের বিচারকদের যুগ্ম জেলা জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদান করার ওই পদগুলো শূন্য হয়েছে। তিনি বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন ও হাই কোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া অধঃস্তন আদালতে মোট ৪২৭ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। সরকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আরও ৪১টি ট্রাইব্যুনাল ও ২টি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সৃজন করেছে এবং ওই ট্রাইব্যুনালসমূহের জন্য ২০৫টি সহায়ক পদও সৃজন করা হয়েছে। নবসৃজিত এ পদগুলোতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর