বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পুলিশ ইন্সপেক্টরকে হত্যা, পোড়া লাশ উদ্ধার জঙ্গলে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে এক পুলিশ পরিদর্শককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল থানার রায়েরদিয়া এলাকার একটি জঙ্গল থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এই মামুন ইমরান খানের (৩৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই পুলিশ কর্মকর্তার লাশ আগুনে পোড়ানো ছিল। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার রাজরামপুর গ্রামের আজহার আলী খানের ছেলে। দুই দিন আগে নিখোঁজ হন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বিকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন জঙ্গলে অগ্নিদগ্ধ লাশ দেখতে পেয়ে এলাকাবাসী উলুখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পেছনে হাত বাঁধা ও আগুনে পোড়া অবস্থায় লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, পুলিশ পরিদর্শক ইমরানের পরিবারের লোকজন খবর পেয়ে লাশ শনাক্ত করেছেন। তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে রেখে গেছে। তিনি আরও জানান, ঢাকার মালিবাগ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান সবুজবাগে তার ভাইয়ের বাসায় থাকতেন। গত দুই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মামুন ২০০৫ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগ দেন। এরপর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন। সেখান থেকে ফেরার আগেই ইন্সপেক্টর পদে পদোন্নতি পান তিনি।

পুলিশ সূত্র আরও জানায়, আগুনে পুড়িয়ে মামুনের চেহারা বিকৃত করা হয়েছে। পুলিশের ধারণা কোনো পেশাদার খুনি এ ঘটনা ঘটিয়েছে।

সর্বশেষ খবর