বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রাখাইনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

রাখাইনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অবশেষে রোহিঙ্গা নির্যাতনের স্থান রাখাইন রাজ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে সফরে নিতে রাজি হয়েছে মিয়ানমার। যদিও তিনি কবে এ রাজ্য সফরে যাবেন তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একসঙ্গে এই সফরে যেতে পারেন। আবার এ সফর আলাদাও হতে পারে। এ বিষয়ে কাজ করছেন সংশ্লিষ্ট চার দেশের পররাষ্ট্র দফতর। তবে পররাষ্ট্র সচিব শহিদুল হক জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই যাচ্ছেন। ঢাকার ওয়েস্টিন হোটেলে মেরিটাইম কাউন্টার  টেররিজম বিষয়ে এক কর্মশালার উদ্বোধনের পর পররাষ্ট্র সচিব বলেন, রাখাইনে আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি দেখতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ খবর