বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কিছু মানুষের কবলে ব্যাংক সেক্টর

প্রতিদিন ডেস্ক

কিছু মানুষের কবলে ব্যাংক সেক্টর

এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের কিছু লোভী লোকের কবলে পড়েছে অর্থনৈতিক সেক্টর। তাদের যে কত টাকা দরকার এটি নিজেরা নির্ধারণেও সক্ষম হননি। আরও চাই, আরও চাই। সবকিছু পেতে চাই। এমন কিছু লোকের কারণে কয়েকটি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এ জন্য গোটা ব্যাংকিং সেক্টরকে দায়ী করা সমীচীন হবে না।’ বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে ‘যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’-এর আট বছর পূর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাজী আকরাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। লুটপাটকারীদের বিরুদ্ধে বিচার হচ্ছে। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে সেই অর্থ উদ্ধারের।’ তিনি বলেন, ‘বাংলাদেশে কর্মরত ভারতীয়রা বার্ষিক ছয় বিলিয়ন ডলারের মতো নিয়ে যাচ্ছে। এ অর্থ বৈধ পথে ভারতে যায়, নাকি হুন্ডি অথবা হাতে হাতে যায়, সেটি আমার জানার কথা নয়। এ জন্য কর্তৃপক্ষ রয়েছে, তারা সেটি তদারক করে। তবে আমি অনেকবার প্রস্তাব পেশ করেছি যে ভারতীয়দের নিয়োগের প্রয়োজন হবে না—এমন সব দক্ষ কর্মী বাংলাদেশে তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এই ছয় বিলিয়ন ডলার বিদেশে যাবে না। বাংলাদেশের মানুষেরাই তা ব্যবহারে সক্ষম হবে।’ যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাসে ৩ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যাপী ১০১তম আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে কাজী আকরাম ‘আন্তর্জাতিক পরিচালক’ পদে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর