শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তৃতীয় হওয়ার লড়াইয়ে ইংল্যান্ড-বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন পূরণ হয়নি ইউরোপের ‘লাল দুর্গ’ বেলজিয়ামের। ইতিহাসের পুনরাবৃতি করতে পারেনি ইংল্যান্ড। ইডেন হ্যাজার্ডের বেলজিয়াম স্বপ্ন দেখেছিল প্রথমবার বিশ্বকাপ জয়ের। হ্যারি কেইনের ইংল্যান্ড চেয়েছিল ৫২ বছরের বন্ধ্যত্ব ঘুঁচিয়ে পুনরায় বিশ্বজয় করতে। স্বপ্ন পূরণ হয়নি হ্যাজার্ড কিংবা কেইনের। সেমিফাইনালের লৌহকপাট ভাঙতে পারেনি ইংল্যান্ড ও বেলজিয়াম। ইংলিশদের কান্নায় ভাসিয়ে প্রথমবারের প্রথম বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। বিশ্বকাপ ফাইনালে উঠায় ক্রোয়েশিয়া এখন উৎসবে, উচ্ছ্বাসে মেতে আছে। বেলজিয়ামের ফাইনাল অধরা করে রাখে এমবাপ্পে, গ্রিজম্যানের ফ্রান্স। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। আগের দিন ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন ভেঙে যাওয়া দুই দেশ বেলজিয়াম ও ইংল্যান্ড। ১৯৩০ সাল থেকেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হয়ে আসছে নিয়মিত। ২০১৪ সাল পর্যন্ত সর্বোচ্চ চারবার তৃতীয় হয়েছে জার্মানি। প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলটি ১৯৩৪, ১৯৭০, ২০০৬ ও ২০১০ সালে তৃতীয় হয়। দুবার তৃতীয় হয় ব্রাজিল ১৯৭৮ ও ২০১০। সুইডেন দুবার তৃতীয় ১৯৫০ ও ১৯৯৪ সালে। এবার স্থান তৃতীয় নির্ধারণী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও বেলজিয়াম এর আগে আরও একবার স্থান নির্ধারণী ম্যাচ খেলেছিল। ইংল্যান্ড খেলেছিল ১৯৯০ সালে। স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যায় ৪-২ গোলে। তার আগের আসরে ১৯৮৬ সালে বেলজিয়ামকে স্থান নির্ধারণী ম্যাচে ২-১ গোলে হারায় ইতালি। স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে এগিয়ে ছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত মডরিচ, রাকিটিচ, পেরিসিচদের গতির সঙ্গে পেরে উঠতে না পেরে ১-২ গোলে হেরে যায় ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। বেলজিয়ামও হেরে যায় ফরাসি গতির কাছে। আগামীকাল দুই দল স্থানীয় নির্ধারণী ম্যাচে সিরিয়াসলিই খেলবেন বলে বিশ্বাস ফুটবলপ্রেমীদের। ফ্রান্সের কাছে হারের পর লাল দুর্গের সেনাপতি হ্যাজার্ড স্থান নির্ধারণী ম্যাচে সেরাটাই খেলবে বলেন, ‘আমাদের স্বপ্ন পূরণ হয়নি। তারপরও আমরা তৃপ্ত আমাদের পারফরম্যান্সে। ফাইনাল খেলতে পারলে ভালো লাগতো অনেক। যেহেতু পারিনি, তাই এখন আমাদের সব মনোযোগ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দিকেই।’ ফাইনালে উঠতে না পারার হতাশায় ভেঙে পড়া ইংল্যান্ড ও বেলজিয়ামের ম্যাচটি সাদা চোখে স্থান নির্ধারণী ম্যাচ। কিন্তু সত্যিকার অর্থে এটা শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচ।

সর্বশেষ খবর