শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে : সিইসি

জাতীয় নির্বাচনের আগে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটির ভোট যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, আমি এখনো আশা করি, বিএনপি নির্বাচনে (সংসদ) আসবে। সেই সঙ্গে ভোটের পরিবেশ ও সবার জন্য সমান সুযোগ থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন হবে। বিএনপি চেয়ারপারসন কারাগারে থাকায় এ নির্বাচন ঘিরে নানা আলোচনার মধ্যে সিইসি জানান, বিষয়টি আদালতের। তবে দলটি নির্বাচনে অংশ নেবে বলে আশা রাখেন তিনি। কে এম নূরুল হুদা বলেন, আমি এখনো আশা করি বিএনপি নির্বাচনে আসবে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব। নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভালো থাকবে। তিন সিটি ভোট হবে ৩০ জুলাই। আইনশৃঙ্খলা বৈঠকে নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা-বিভাগের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। এ বিষয়ে সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সিটি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, বাড়তি ব্যবস্থার প্রয়োজন হয় না। আইনের কোনো পরিবর্তন হয়নি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বৈঠকের শুরুতেই সিইসি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এখন থেকে দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে যাব। সুতরাং সেই প্রস্তুতির পূর্বকালে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সব কর্মকর্তাসহ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম। এ ছাড়া আইজিপি, র‌্যাব মহাপরিচালক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর