শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কোটা আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি

নিজস্ব প্রতিবেদক

কোটা আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, কোটা নিয়ে অনেক বিভ্রান্তি দেখা যাচ্ছে। এটা তাদের নায্য দাবি, তাদেরকে দাবি আদায়ে আন্দোলন করতে গিয়ে এখন নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন সহানুভূতির দৃষ্টি নিয়ে এ বিষয়টি বিবেচনা করেন। এক পদ্মা সেতু দেখে তো মানুষ খুশি হবে না। দেশে শিল্প-কলকারখানা গড়ে ওঠেনি। দেশে কর্মসংস্থান নেই। শিক্ষিত যুবকরা বেকরা। তাদের চাকরি নেই। তার ওপর মাদকের ছোবলে তরুণ সমাজ আক্রান্ত। দুই কোটি মানুষ অর্ধাহারে আছে। প্রভাবশালীরা সব দখল করে নিচ্ছে। অনেক প্রভাবশালীরা মাদকের ব্যবসা করছে। কর্মসংস্থানের অভাবে অনেকে মাদক ব্যবসায় জড়াচ্ছে। সংসদে আসলাম, বসে সময় কাটালাম, তাহলে তো হবে না। দেশ ঠিকভাবে চলছে না। সরকার জনগণের চাহিদা কতটুকু পূরণ করতে পেরেছে— তা চিন্তাভাবনা করতে হবে। জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী বক্তব্যে গতকাল এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। পরে তার এসব বক্তব্যের জবাবও দেন তিনি।

সর্বশেষ খবর