শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে মালয়েশীয় প্রতিরক্ষামন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মালয়েশীয় প্রতিরক্ষামন্ত্রী

ঝটিকা সফরে গতকাল বাংলাদেশ ঘুরে গেলেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সাবু। সকালে ঢাকা পৌঁছেই তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পরে বিকালে তিনি যান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। সেখানে প্রতিশ্রুতি দেন  রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার। তার এ সফরে বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং কারিগরি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সামগ্রিক প্রস্তুতির সিদ্ধান্তও হয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম ফিরে, সেখান থেকেই কুয়ালালামপুরের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে গতকাল সকালে সফররত মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সাবু সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী এবং সফররত মালয়েশীয় মন্ত্রী দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তাদের মধ্যে রোহিঙ্গা ইস্যু এবং দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ারমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। রোহিঙ্গা শরণার্থীদের উন্নত পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার একটি দ্বীপের উন্নয়ন করছে বলে জানানো হয় মালয়েশিয়ার মন্ত্রীকে।

সর্বশেষ খবর