শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা
অভিযোগে তিন সিটিতে উত্তেজনা

আস্থা কামরানের শঙ্কায় আরিফ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

আস্থা কামরানের শঙ্কায় আরিফ

সিলেটে গতকাল জুমার নামাজের পর প্রচারে অংশ নেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান ও বিএনপির প্রার্থী আরিফুল হক —বাংলাদেশ প্রতিদিন

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রচারণাও গতি পাচ্ছে। মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও প্রচারণা এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনার দিক থেকে এগিয়ে আছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। ‘জনগণের ওপর আস্থা’ রেখে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ        কামরান। অন্যদিকে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ আশঙ্কায় রয়েছেন। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সিপিবি-বাসদ দলীয় মেয়র প্রার্থী দিয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনজন। এর মধ্যে একজন জামায়াত নেতা ও একজন বিএনপি থেকে বহিষ্কৃত। এই সাত মেয়র প্রার্থীর মধ্যে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী কামরান ও বিএনপির প্রার্থী আরিফকে নিয়েই বেশি আলোচনা প্রত্যক্ষ করা যাচ্ছে। এ দুই নেতাও অন্য প্রার্থীদের চেয়ে বেশি শ্রম দিচ্ছেন প্রচারণায়। গতকাল বেলা সাড়ে ১২টা থেকে সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান নগরীর সোবহানীঘাট এলাকায় গণসংযোগ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ তার সঙ্গে ছিলেন। তিনি সোবহানীঘাট মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লি ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কামরান বলেন, তিনি জনগণের ওপর আস্থা রাখছেন। বর্তমান সরকার বিগত সময়ে সিলেট নগরীর উন্নয়নে যে বিপুল পরিমাণ বরাদ্দ দিয়েছে, এবার নির্বাচনে নৌকা বিজয়ী হলে তা আরও বেগবান হবে। এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। মানুষের মধ্যে রয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবার মানুষের মধ্যে বাড়তি আমেজ রয়েছে। আমরা জনগণের ওপর আস্থা রেখে প্রচারণা চালাচ্ছি। প্রচারণায় জনগণের যে সাড়া পাচ্ছি, তাতে আমরা আশাবাদী আগামী নির্বাচনে নৌকা জয়ী হবে।’

এদিকে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে নগরীর কুয়ারপাড়, শেখঘাট, খুলিয়াটুলা, লামাবাজার, ইঙ্গুলাল রোড এলাকায় গণসংযোগ করেন সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ অন্য নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। প্রচারণাকালে ভোটের দিন সব ভোটারকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আরিফ বলেন, সবাই যাতে নিজের ভোট নিজে প্রদান করেন এবং নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে যেন সবার সজাগ দৃষ্টি থাকে। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘আবালবৃদ্ধবনিতা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাহায্য করছেন। সবাই উৎসবমুখর পরিবেশে আছেন। কিন্তু আমরা শঙ্কার মধ্যে আছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পাচ্ছি। যদি কোনো অবৈধ পথ বেছে নেওয়া হয়, তবে সিলেটের মানুষ সমুচিত জবাব দেবে। আর সুষ্ঠুভাবে নির্বাচন হলে ইনশা আল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।’ এদিকে গতকাল স্বতন্ত্র মেয়র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম, জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদের প্রার্থী আবু জাফর, ইসলামী আন্দোলনের মোয়াজ্জেম হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন।

সর্বশেষ খবর