শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ইংল্যান্ড না বেলজিয়াম

মেজবাহ্-উল-হক

ইংল্যান্ড না বেলজিয়াম

‘ইংল্যান্ড বনাম বেলজিয়াম’ ফাইনাল হওয়ার কথা, কিন্তু এ দুই দলকেই খেলতে হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ! সেমিফাইনালে ইংল্যান্ড অতিরিক্ত

সময়ের গোলে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। আরেক সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে দেয় ফ্রান্স। দুই সেমিতে পরাজিত দুই দলই আজ মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ড ও বেলজিয়াম একই গ্রুপে ছিল। তারা একে অন্যের মুখোমুখি হওয়ার আগেই তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যায়। সে কারণেই গ্রুপ পর্বে ‘ইংল্যান্ড বনাম বেলজিয়াম’ ম্যাচটি ছিল গুরুত্বহীন। তা ছাড়া দুই দলই তাদের সেরা তারকাদের সাইড বেঞ্চে বসিয়ে রেখে খেলতে নেমেছিল। নকআউট পর্বের সমীকরণের কথা মাথায় রেখে দুই দলকেই সে ম্যাচে হারতে চেয়েছিল! দুই দলের লড়াইটা জমে ওঠেনি। তবে আজ দুই দলই নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য মাঠে নামছে। ফাইনালের দুঃখ ভুলতে জয়ের জন্য মরিয়া হয়েই খেলবে ইংল্যান্ড ও বেলজিয়াম। ম্যাচটি তৃতীয় স্থান নির্ধারণী হলেও থাকবে ‘ফাইনালের আমেজ’। এ ম্যাচটি দুই দলের দুই সেরা তারকা হ্যারি কেইন ও রোমেলু লুকাকুর জন্যও বিশেষ কিছু। গোল্ডেন বুটের জন্য দুই তারকাই লড়াই করবেন। যদিও ৬ গোল করে ইংলিশ অধিনায়ক সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথটা পরিষ্কার করেই রেখেছেন। সুযোগ আছে লুকাকুর সামনেও। তিনিও ৪ গোল করেছেন। কেইনকে পেছনে ফেলতে হলে তাকে করতে হবে আরও ৩ গোল। আর কেইন যদি গোল পেয়ে যান, তাহলে তাকে আর আটকায় কে! গ্যারি লিনেকারের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে ‘গোল্ডেন বুট’ পেয়ে যাবেন কেইন। ১৯৮৬ বিশ্বকাপে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লিনেকার। আজ জয়ের পাশাপাশি কেইন যদি গোল্ডেন বুট নিশ্চিত করতে পারেন, সেটাই হবে ইংলিশদের জন্য বড় সান্ত্বনা। ১৯৮৬ বিশ্বকাপে সেমিতে হারার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের কাছে হেরে চতুর্থ হয়েছিল বেলজিয়াম। আজ জিততে পারলে তৃতীয়— বিশ্বকাপে বেলজিয়ামের এটাই হবে সেরা সাফল্য। তাই ইংলিশদের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে আছে বেলজিয়ানরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর