শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বগুড়ার তুফানের ভাইসহ পাঁচ মাদক ব্যবসায়ীর লাশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

প্রতিদিন ডেস্ক

‘বন্দুকযুদ্ধে’ বগুড়ার আলোচিত ধর্ষণ মামলার আসামি ও ধর্ষিতাসহ তার মাকে মাথা ন্যাড়া করে দেওয়া মতিন সরকার ও তুফান সরকারের ভাই মাদক ব্যবসায়ী পুতু সরকার নিহত হয়েছেন।

রাজধানী মাদকবিরোধী অভিযানে আটক হয়েছেন ৫৬ জন। এ ছাড়া টাঙ্গাইল, যশোর ও কক্সবাজারে আরও চার মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

বগুড়া : বগুড়ায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন পুতু সরকার (৪৫)। পুতু যুবলীগের বহিষ্কৃত নেতা মতিন সরকার এবং ধর্ষণ মামলায় আলোচিত তুফান সরকারের ভাই। পুলিশের তালিকায় পুতু সরকার ছিলেন শীর্ষ মাদক ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, ৮ রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, গতকাল রাত ৩টায় বগুড়া শহরের ভাটকান্দি ব্রিজের পূর্ব পাশে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বাকবিতণ্ডার সংবাদ পেয়ে সেখানে অভিযান চালাতে গেলে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। পরে           পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে সদর ও শিবগঞ্জ থানায় ৫টি মাদকের মামলা রয়েছে। তিনি জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। উল্লেখ্য, বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মজিবর রহমানের ছেলে পুতুর ভাই মতিন সরকার জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আরেক ভাই তুফান সরকার ছিলেন শহর শ্রমিক লীগের আহ্বায়ক। বছরখানেক আগে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর তাকে ও তার মাকে পিটিয়ে মাথা ন্যাড়া করার ঘটনায় মতিন ও তুফান আলোচিত হন। সে সময় তাদের দল থেকে বহিষ্কার করা হয়। ওই মামলায় দুই ভাই কারাগারে গেলেও মতিন পরে জামিনে মুক্তি পান। তুফান এখনো কারাগারে আছেন। টাঙ্গাইল : র‌্যাব জানিয়েছে, টাঙ্গাইলের সদর উপজেলার বেগুনটালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে মো. আফজাল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুই র‌্যাব সদস্যও আহত হন। গতকাল ভোর ৫টার দিকে সদর উপজেলার বেগুনটাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফজাল ওই গ্রামের আবদুল করিমের ছেলে। টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ২০০ বোতল ফেনসিডিল ও ১০৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত আফজালের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। যশোর : গতকাল ভোরে যশোরের চৌগাছায় গুলিবিদ্ধ হয়ে রতন হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধারের স্থান থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দীন বলেন, কয়ারপাড়া বাজারের পাশে দুই দল দুর্বৃত্তের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে রাত পৌনে ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ওই স্থানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। এদিকে সকালে স্বজনরা হাসপাতাল মর্গে গিয়ে নিহতের লাশ শনাক্ত করেন। তারা বলেন, নিহত রতন চৌগাছা উপজেলার দিঘরসিংহা গ্রামের আবু বকরের ছেলে। রতনের মা ফরিদা বেগম বলেন, বৃহস্পতিবার দুপুরে মাগুরা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল রতন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গোলাগুলিতে নিহত একজনের লাশ হাসপাতালে রয়েছে খবর পেয়ে তারা মর্গে গিয়ে দেখেন লাশটি তার ছেলে রতনের। রতনের বোন আয়েশা বলেন, রতন ঢাকায় একটি গার্মেন্টে কাজ করত। বেশ কিছুদিন আগে সে যশোর চলে আসে। কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ দুজনের গুলিবিদ্ধ ও গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন রোহিঙ্গা। গতকাল দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পুরাতন রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ি একটি ছড়ার কিনারা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী নিহতরা হলেন, টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শামসুল হুদা ও লেদা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের বাসিন্দা রহিম উল্লাহ। শামসুল হুদা তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও রহিম উল্লাহ শামসুল হুদার সহযোগী। স্থানীয়রা জানান, লেদা রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ি এলাকায় কাঠুরিয়ারা গলা কাটা দুটি লাশ দেখতে পায়। পরে টেকনাফ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চালাচ্ছে।

ইয়াবাসহ গ্রেফতার ৫৬ : রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা পুলিশ এ অভিযানে অংশ নেয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৩৮ গ্রাম ৬০৫ পুরিয়া হেরোইন, ১৩ কেজি ৪৭০ গ্রাম গাঁজা ও ১১৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৪০টি মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর