সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নজর কাড়লেন যারা

ক্রীড়া প্রতিবেদক, মস্কো থেকে

লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? কে হবেন বিশ্বকাপের সেরা তারকা? এই প্রশ্ন নিয়ে কম আলোচনা হয়নি। কিন্তু দুজনের কেউই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালটাও খেলতে পারলেন না। তবে লিওনেল মেসি নজর কাড়তে না পারলেও ক্রিস্টিয়ানো রোনালদো ঠিকই সমর্থকদের আশা পূরণ করেছেন। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই স্পেনের সঙ্গে ড্র করেছিল পর্তুগাল। রোনালদোর গোলেই পর্তুগিজরা জয় পেয়েছিল মরক্কোর বিপক্ষে। চারটা গোল করলেও পর্তুগালকে নিয়ে খুব বেশিদূর আসতে পারেননি রোনালদো। এ কারণেই এবারের বিশ্বকাপে সেরা ফুটবলারের তালিকায় নেই তিনি। তবে নজর কেড়েছেন নিঃসন্দেহে।

বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়াকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু তারাই বিশ্বকাপের ফাইনাল খেলল। এই দলের বেশ কয়েকজন তারকা নজর কেড়েছেন। বিশেষ করে অধিনায়ক লুকা মডরিচ। তিনটা ম্যাচে সেরা তারকার পুরস্কার জিতেছেন তিনি। দলকে প্রয়োজনীয় মুহূর্তে গোল উপহার দিয়েছেন। গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে (২ গোল, ১ অ্যাসিস্ট)। লুকা মডরিচ ছিলেন গোল্ডেন বল জয়ের তালিকায় সবার শীর্ষে। শেষ পর্যন্ত তিনি জিতলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। অথচ বিশ্বকাপের আগে তাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। বিশ্বকাপের তারকা হয়ে গেলেন লুকা মডরিচ। বিশ্বকাপে নজর কেড়েছেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যানও। তিনিও গোল করে ও করিয়ে ফ্রান্স দলের ফাইনাল মঞ্চে আসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুটি ম্যাচে সেরা তারকা নির্বাচিত হয়েছেন। তিনটি গোল করেছেন এবং দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। সেরা তারকা হওয়ার দৌড়ে তিনিও ছিলেন লুকা মডরিচের কাছাকাছিই। বিশ্বকাপে তরুণ তারকাদের মধ্যে সবার চেয়ে ভালো খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। বল নিয়ে তাকে উসাইন বোল্টের মতো দৌড়াতে দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল সমর্থকরা। উদীয়মান সেরা তরুণ তারকা হওয়ার পথে তার সামনে আর কেউ তার সামনে আর কেউ ছিল না। ফরাসি ফুটবলারদের মধ্যে অবশ্য সবচেয়ে বেশি নজর কেড়েছেন গোলরক্ষক হুগো লরিস। তার দুর্দান্ত সেভগুলো ফ্রান্সকে ফাইনালের পথে এগিয়ে দিতে সাহায্য করেছে অনেকটাই। সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে ক্রোয়েশিয়ার সুবাচিচ এবং বেলজিয়ামের কর্তোয়ার সঙ্গে লড়াই করবেন হুগো লরিস। কর্তোয়াই জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। বিশ্বকাপে নজর কেড়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনও। তার গোল করার ক্ষমতা অন্য সবার চেয়ে আলাদা করে রেখেছে তাকে। ৬টি গোল করেছেন কেইন। বিশ্বকাপের আগে থেকেই তাকে নিয়ে আলোচনা চলছিল। নামের সার্থকতা প্রমাণ করলেন তিনি। ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছেন দীর্ঘদিন পর। আরও একবার নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা এনে দিয়েছেন ইংলিশ সমর্থকদের মধ্যে। হ্যারি কেইন গোল্ডেন বুটটা ফাইনালের আগেই নিশ্চিত করে নিয়েছিলেন! শৈল্পিক ফুটবল খেলে নজর কেড়েছেন আরও অনেকেই। রাশিয়ার ডেনিশ চেরিশভ এবং গোলরক্ষক আকিনফেভও দারুণ ফুটবল খেলেছেন। রাশিয়ানদের কাছে তারা এখন বীরের সম্মান পাচ্ছেন। এ ছাড়াও বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড, ডি ব্রুইন, রোমেলু লুকাকোরা দারুণ ফুটবল খেলে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন। ইংল্যান্ডের ডিলে আলী, অ্যাশলি ইয়াংরাও দারুণ ফুটবল উপহার দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর