সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপে ভিড় বিশ্বনেতাদের

ক্রীড়া প্রতিবেদক, মস্কো থেকে

ভিভিআইপি গেস্টদের স্থান দিতে ফিফা আগে থেকেই বুক করে রাখল মস্কোর অভিজাত হোটেলগুলোর বেশির ভাগ স্যুইট। বিশ্বকাপ ফাইনাল দেখতে ফিফার আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বের নানা দেশ থেকে ছুটে এসেছেন ভিভিআইপি অতিথিরা। আমন্ত্রণ ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকেও। পুতিনসহ গতকালের ম্যাচে ১২ জন প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথা ছিল। দুই ফাইনালিস্ট দল ক্রোয়েশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার ও ইমানুয়েল ম্যাক্রোঁ তো ছিলেনই। পুতিনের সহকারী ইউরি উশাকভের ভাষ্যমতে, আরও অনেক দেশের প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি অতিথি ফাইনালে উপস্থিত ছিলেন। এসেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল থানি। ২০২২ বিশ্বকাপ আয়োজকদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন পুতিন। এরপর দুই দেশের নেতা আলোচনা করেছেন নানা বিষয় নিয়ে। বিশ্বনেতাদের এমন সম্মিলন খুব কমই দেখা যায়। ফুটবল বিশ্বের রাজনৈতিক নেতাদের সব মতপার্থক্য ভুলিয়ে একমঞ্চে নিয়ে এসেছিল গতকাল। ফুটবলের ফাঁকে জরুরি অনেক বিষয় নিয়েই আলাপ করেছেন তারা। কিছুদিন আগে হয়ে গেল ন্যাটো সম্মেলন। ম্যাক্রোঁর কাছ থেকে এই সম্মেলনের ফলটা জেনে নিয়েছেন পুতিন। সামনেই হেলসিঙ্কিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় ন্যাটো সম্মেলনের ফল জেনে রাখাটা কাজে দেবে। কেবল বিশ্বনেতারাই নন, গতকাল ফিফার আমন্ত্রণে লুঝনিকি স্টেডিয়ামে হাজির হয়েছিল সাবেক ফুটবলারদের বেশ বড় একটা দল। সাবেক বিশ্বজয়ী তারকাদের মিছিল ছিল যেন মস্কোতে। বিশ্বকাপ খেলায় প্যারাগুয়ের চিলাভার্ট, আর্জেন্টিনার আয়ালা, ইংল্যান্ডের গ্যারি লিনেকার মতো আরও অনেক সাবেক ফুটবলারও ছিলেন।

সর্বশেষ খবর