সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ডিসেম্বরের পর আর নয় অ্যাকর্ড-অ্যালায়েন্স

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরের পর আর নয় অ্যাকর্ড-অ্যালায়েন্স

পণ্য ও সেবা রপ্তানি করে দেশের রপ্তানি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬৩ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০১৪-১৫ অর্থবছরের জন্য এসব প্রতিষ্ঠানকে এই ট্রফি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক সফলতার জন্য দেশের ব্যবসায়ীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। তিনি বলেন, ১৯৭২-৭৩ অর্থবছরে দেশের পাট, চা ও চামড়া রপ্তানি করে আয় হয়েছিল ৩৪৮ কোটি টাকা। এখন ১৯৯টি দেশে বাংলাদেশের ৭৭২টি পণ্য রপ্তানি করে আয় করছে প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি খাতে প্রণোদনা হিসেবে আগামী বছর থেকে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) উদ্যোক্তাদেরও ট্রফি  দেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তোফায়েল আহমেদ বলেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের ট্রেড কমিটি আমাদের সঙ্গে বৈঠক করে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মেয়াদ আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, অ্যাকর্ড-অ্যালায়েন্সের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে, এর বেশি নয়। আগেই সিদ্ধান্ত নিয়েছি ৩০ ডিসেম্বরের পর আর বাড়ানো হবে না। এ বছর ২৯টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, ২০টি প্রতিষ্ঠানকে রৌপ্য ও ১৪টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। সব খাতের মধ্যে সেরা রপ্তানিকারক হিসেবে স্বর্ণ পদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড। এ ছাড়া স্বর্ণ পদক পেয়েছে- এ কে এম নিটওয়্যার লিমিটেড, ফকির নিটওয়্যারস লিমিটেড, কামাল ইয়ার্ন লিমিটেড, এনভয় টেক্সটাইল লিমিটেড, নোমান টেরিটাওয়েল লিমিটেড, জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড, পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড, আকিজ জুট মিলস লিমিটেড, এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, বে ফুটওয়্যার লিমিটেড, মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, মেসার্স রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর লিমিটেড, বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, মেসার্স ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, স্কয়ার ফার্মা লিমিটেড, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, আর এম ইন্টারলাইনিংস লিমিটেড, মন ট্রিমস লিমিটেড, গাজী এন্টারপ্রাইজ ও ফেক্সিনকো।

সর্বশেষ খবর