সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বইমেলায় সেই ফখরুদ্দীন

নিউইয়র্ক প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে বইমেলায় সেই ফখরুদ্দীন

প্রথমবারের মতো পাবলিক অনুষ্ঠানে দেখা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে। গত শুক্রবার ওয়াশিংটনের ভার্জিনিয়ার এনানডেল শহরে নোভা কম্যুনিটি কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘ডিসি বইমেলা-২০১৮’-তে তিনি ছিলেন আমন্ত্রিত অতিথি ও আলোচক। এর আগে তাকে ওয়াশিংটন ডিসির বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান এবং ঈদ জামাতে দেখা গেলেও এই প্রথম এ ধরনের অনুষ্ঠানে দেখা গেছে। এ মেলায় সস্ত্রীক উপস্থিত হয়ে ফখরুদ্দীন আহমদ ড. আশরাফ আহমেদের ‘পাণ্ডুলিপির একাত্তর’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইয়ের ওপর আলোচনায় ড. ফখরুদ্দীন বলেন, লেখকের ভাষায় একাত্তর আমাদের জীবনের এক বিশাল প্রান্তর। এখানে অনেকগুলো ঘটনা, অনেকগুলো দ্বন্দ্ব উঠে এসেছে। এখানে উঠে এসেছে তার সময়কার, তখনকার ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের তাত্ত্বিক দ্বন্দ্বের কথা, উঠে এসেছে তার মুক্তিযুদ্ধে যাওয়ার ও না যাওয়ার দ্বন্দ্বের কথা, উঠে এসেছে কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয় সেই দ্বন্দ্বের কথা। বইমেলার প্রধান অতিথি ছিলেন ঢাকা থেকে যাওয়া বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ ছাড়া বাংলাদেশ থেকে যোগ দেন ‘সৃজনশীল প্রকাশক সমিতি’র সভাপতি ফরিদ আহমেদ, কবি সৈয়দ আল ফারুক ও ড. নাসরিন জেবিন। যুক্তরাজ্য, ভারত, কানাডা, এবং আমেরিকার আরও সাতটি অঙ্গরাজ্য থেকে কবি-লেখকরাও অনুষ্ঠানে যোগ দেন।

সর্বশেষ খবর