মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ট্রাস্টি গঠন করতে হবে

ইব্রাহীম খালেদ

ট্রাস্টি গঠন করতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, ডেসটিনির বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ রয়েছে। অব্যবস্থাপনায় এগুলো নষ্ট হচ্ছে। এখন সরকারের উচিত ট্রাস্টি গঠন করে গ্রাহক বা পাওনাদারদের হাতে দেওয়া। যদি পাওনাদার খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে ট্রাস্টির মাধ্যমে এই সম্পদের ব্যবস্থাপনা করা। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় খোন্দকার ইব্রাহীম একথা বলেন। তিনি বলেন, ট্রাস্টি গঠনের বিষয়টিও আদালতের মাধ্যমে সম্পন্ন করতে হবে। যুবকের সম্পদের ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতি নেওয়া যেতে পারে। তিনি বলেন, যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসা উচিত দ্রুত। দীর্ঘদিন থেকে বিষয়গুলো ঝুলে আছে। নানা অব্যবস্থাপনায় এ ধরনের সম্পদ নষ্ট হচ্ছে। সম্পদ নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। এর লোকসান গুনছে এর পাওনাদাররা। পাওনাদারদের তো কোনো অপরাধ নেই। তারা কেন তাদের অর্থ ফেরত পাবে না। ইব্রাহীম খালেদ বলেন, হলমার্কের বিষয়টি বড় ধরনের লুটপাট। যারা এই লুটপাটে জড়িত তাদের সবাইকে শাস্তি দিতেই হবে। হলমার্কের সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করা উচিত। সব সম্পদ বিক্রি করলেও এত টাকা ফেরত পাওয়া যাবে না। এক্ষেত্রে ব্যাংকের লোকসান হবে। তবুও যা আছে সেটা এভাবে ফেলে রাখলে কোনো সমাধান হবে না। কেন এতদিন ধরে সম্পদ নষ্ট করা হচ্ছে? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর