মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নিলামে তোলা উচিত

সালেহ উদ্দিন আহমেদ

নিলামে তোলা উচিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, হলমার্ক একটি বড় ধরনের জালিয়াতির ঘটনা। কিন্তু ব্যাংকের টাকা হওয়ায় তাদের বিভিন্ন মর্টগেজ রয়েছে, কারখানা বা বিভিন্ন সম্পদ আছে। এগুলো এখন নিলাম করে অর্থ আদায় করা যেতে পারে। বিষয়টি ঝুলিয়ে রাখলে তো সম্পদ নষ্ট হবে। এটা তো বাড়বে না। তাই আইনগত প্রক্রিয়াগুলোকে দীর্ঘায়িত না করে আদালতের মাধ্যমে অধিগ্রহণ করা যায়। দ্রুত এটা করা উচিত। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিপুল পরিমাণ সম্পদ রয়েছে ডেসটিনি, যুবকের। তাদের সম্পদ দীর্ঘদিন থেকে অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে। গ্রাহকরা কোনো টাকা ফেরত পাচ্ছে না। রাষ্ট্র কোনো অর্থ পাচ্ছে না। এটা যদি একটি কমিটির মাধ্যমে সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় তাতে গ্রাহককে যদি দ্রুত দেওয়া নাও যায় রাষ্ট্র অনেক টাকা পাবে। কিন্তু আমরা দেখছি তার কোনোটাই করা হচ্ছে না। অ্যাডহক ভিত্তিতে দায়িত্ব দেওয়া আছে। কিন্তু সেটা এতদিন ধরে কেন চলবে। একটি কমিটির মাধ্যমে সব সম্পদ অধিগ্রহণ করে যতদিন এর গ্রাহকদের ফেরত না দেওয়া যায় ততদিন আয় করা যায় এমন কিছু করা উচিত। শুধু ফেলে রেখে নানাভাবে ক্ষতিই করা হচ্ছে। অ্যাডহকভাবে কাউকে দায়িত্ব দিয়ে এভাবে চলতে পারে না। কোথায় কীভাবে সম্পদগুলো আছে তারও কোনো সঠিক তথ্য নেই। বিভিন্ন ভবন আছে। ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আদালতের নির্দেশনা তো আছে। তাহলে কেন এগুলো এভাবে পড়ে থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর