মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা
কেনেনি বিমান টিকিট

তলব ৮৮ হজ এজেন্সিকে

মোস্তফা কাজল

এখনো হজের বিমান টিকিট না কেনায় ৮৮ হজ এজেন্সিকে আজ তলব করেছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল পর্যন্ত ই-ভিসা হয়েছে৫০ হাজার ৭৯৮ জন হজযাত্রীর। এখনো ভিসা বাকি ৭৬ হাজার হজযাত্রীর। হজযাত্রীদের পক্ষে অনেক এজেন্সি সময়মতো ভিসা ও বিমান টিকিট সংগ্রহ করছে না বলে অভিযোগ আছে। গতকাল রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৫ হাজার ৮৭৫ হজযাত্রী। জানা গেছে, গতকাল পর্যন্ত ৮৮ হজ এজেন্সি ১২ হাজার হজযাত্রীর বিমানের টিকিট সংগ্রহ করেনি। এদিকে গতকাল ৫৬ হজ এজেন্সিকে আগামী তিন দিনের মধ্যে হজের বিমান টিকিট কেনার জন্য সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নইলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়েছে এসব হজ এজেন্সিকে। হজ অফিস জানায়, চলতি বছর মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা। সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১ লাখ ২০ হাজার হজযাত্রী। জানা গেছে, ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর মধ্যে গতকাল পর্যন্ত ই-ভিসা হয়েছে ৫০ হাজার ৭৯৮ জনের। এজেন্সিগুলো দ্রুত ই-হজ ভিসা সংগ্রহ না করলে সমস্যায় পড়বেন হজযাত্রীরা। জানা গেছে, হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়াসহ অন্যান্য কাজে সৌদি আরবে অবস্থান করছে অনেক বেসরকারি হজ এজেন্সি কর্তৃপক্ষ। আবার অনেক এজেন্সি বাড়ি ভাড়ার ফিস জমা দেওয়ার পরও এনওসি পায়নি এখনো। এনওসি পেতে দেরি হওয়ার কারণে ভিসা পেতে বিলম্ব হচ্ছে। নির্ধারিত ফ্লাইটের টিকিট না কেনার কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে তার দায়ভার সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। জানতে চাইলে হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যথাসময়ে টিকিট ও ভিসা সংগ্রহ না করায় হজযাত্রা নিয়ে যেসব জটিলতা দেখা দিয়েছে তা আশা করি কেটে যাবে। একজন হজযাত্রীও যাতে সমস্যায় না পড়েন সেজন্য আমরা কাজ করছি। এ ছাড়া অনেক এজেন্সির মালিক এখনো বাড়ি ভাড়ার জন্য মক্কা ও মদিনায় অবস্থান করছেন। তারা ফিরে আসার পর বিমানের টিকিট সংগ্রহ করবেন। একইভাবে তারা ভিসার জন্যও আবেদন করবেন।

৪০ ফ্লাইটে গেছেন ১৫ হাজার ৮৭৫ জন : হজ ফ্লাইট শুরুর পর গত তিন দিনে (১৪, ১৫ ও ১৬ জুলাই) কোনো প্রকার বিঘ্ন ছাড়াই ৪০টি ফ্লাইটে ১৫ হাজার ৮৭৫ জন যাত্রী পরিবহন করেছে রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনস। গত শনিবার বাংলাদেশ থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। হাজীরা ২৭ আগস্ট বাংলাদেশে ফিরতে শুরু করবেন। ফিরতি ফ্লাইট চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর