মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জীবনে আর কিছু পাওয়ার নেই

ক্রীড়া প্রতিবেদক

জীবনে আর কিছু পাওয়ার নেই

বাজি ধরে বলা যায়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুখী লোক দিদিয়ের দেশম! খেলোয়াড় হিসেবে জিতেছেন বিশ্বকাপ। ২০ বছরের ব্যবধানে বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরেছেন কোচ হিসেবে। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার বিরল কৃতিত্ব দেখানো দেশমের চেয়ে সুখী লোক আর কে হতে পারেন? রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালে ক্রোয়েশিয়াকে কান্নার নোনা জলে ভাসিয়ে বিশ্বসেরা হয়েছে নেপোলিয়নের দেশ ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। দুই দশক আগে, ১৯৯৮ সালে আইফেল টাওয়ারের দেশ ফ্রান্স প্রথম যেবার বিশ্বকাপ জিতেছিল, সেবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন দেশম। তিনিই প্রথম ফরাসি, যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। তবে ফুটবল ইতিহাসে তৃতীয় জন তিনি, যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার বিরল কৃতিত্ব দেখিয়েছেন। অধিনায়ক ও কোচ হিসেবে  অবশ্য দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশম এই ইতিহাস লিখেছেন। এর আগে খেলোয়াড় হিসেবে ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের মারিও জাগালো। কোচ হিসেবে হেসেছেন ১৯৭০ সালে। জার্মানির ফ্রাঙ্ক বেকেনবাওয়ার ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি তুলে ধরেন। ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা করে আনন্দে ভাসছেন দেশম। জানিয়েছেন, জীবনে আর কোনো কিছুই পাওয়ার নেই তার। ১৯৯৮ সালে ফুটবল পরাশক্তি ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে। প্যারিসের রাতটিকে উজ্জ্বল করা ফরাসি দলটির নেতা ছিলেন দেশম। বিশ্বকাপের সোনালি ট্রফিটা তখন যখন তুলে ধরেছিলেন, তখন কি ভাবতে পেরেছিলেন, দুই যুগ পর ফের তিনি সেটা স্পর্শ করবেন। ভাগ্যবান দেশম, জাগালো ও বেকেনবাওয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে সেই কৃতিত্বটি দেখান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর