বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে শোভাযাত্রার নেতৃত্বে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে শোভাযাত্রার নেতৃত্বে ড. ইউনূস

হস্তশিল্পীদের সামগ্রী বাজারজাতকরণের আন্তর্জাতিক মহাসমাবেশে শিল্পীদের শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত ১২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ইউনূস সেন্টার জানায়, পৃথিবীর সর্ববৃহৎ হস্তশিল্প বাজার হিসেবে খ্যাত ঐতিহাসিক সান্তা ফে প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ইউনূস। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রথাগত পুঁজিবাদী অর্থনীতির সমালোচনা করে একটি নতুন অর্থনৈতিক কাঠামোর দর্শন তুলে ধরেন। তিনি বলেন, প্রকৃত মানুষ স্বার্থপরতা ও পরার্থপরতা উভয়েরই একটি সংমিশ্রণ। কিন্তু প্রচলিত অর্থনৈতিক তত্ত্ব পরার্থপরতাকে ছুড়ে ফেলে দিয়েছে। তিনি হাতে তৈরি শিল্পকর্মের ওপর আমদানি-রপ্তানি শুল্ক প্রত্যাহারের বিষয়েও গুরুত্ব দেন। সান্তা ফের এই আন্তর্জাতিক হস্তশিল্প বাজারে ২০ হাজারেরও বেশি মানুষের সমাগম হয় এবং লেনদেন হয় সাড়ে ৩ মিলিয়ন ডলারেরও বেশি। অনুষ্ঠানে প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানান সান্তা ফের মেয়র অ্যালান ওয়েবার, আন্তর্জাতিক হস্তশিল্প বাজারের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথরিন কিং কোলম্যান এবং সংস্থাটির প্রধান নির্বাহী জেফ স্নেল। সফরে প্রফেসর ইউনূস তাঁর নতুন গ্রন্থ ‘অ্যা ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’-এর স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেন।

সর্বশেষ খবর