বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে

দেশে এখন সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট হচ্ছে, শেয়ারবাজারে ধস নেমেছে। ভল্টের সোনা তামা হয়ে যাচ্ছে। সারা দেশে যখন দুর্নীতির জন্য ধিক্কার দেওয়া হচ্ছে, তখন সরকারের তা নিয়ে কোনো বিকার নেই।’ এজন্য তার দল নাগরিক ঐক্য আনুষ্ঠানিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রচার কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে। দলটি মনে করছে, ব্যাংক লুট, শেয়ারবাজার ধসসহ দেশের সব দুর্নীতি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট করাপশন’ শীর্ষক সংবাদ সম্মেলন করে নাগরিক ঐক্য। এতে মাহমুদুর রহমান মান্না লিখিত বক্তব্য পাঠ করেন এবং দুর্নীতির বিভিন্ন তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয় পার্টির (জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবীব লিংকন প্রমুখ। গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্টিগ্রিটির তথ্য উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশ থেকে অন্তত ৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়; যার মধ্যে ২০১৪ সালেই পাচার হয় ৭৩ হাজার কোটি টাকা। ২০১৪ সালকে ভিত্তি ধরে তারা বলছে, এখন বছরে প্রায় ১ লাখ কোটি টাকা পাচার হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য দিয়ে বলা হয়, দেশে এখন বেকারের সংখ্যা ৪ কোটি ৮২ লাখ। নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না জানান, ‘বেকারত্বের কারণেই কর্মক্ষম জনশক্তির কর্মসংস্থান হচ্ছে না।

সর্বশেষ খবর