বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

প্রমাণ পেলে বদিকেও ছাড়া হবে না

নিজস্ব প্রতিবেদক

প্রমাণ পেলে বদিকেও ছাড়া হবে না

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে যে বা যারাই জড়িত, কাউকে ছাড়া হবে না। প্রমাণ পেলে এমপি বদিকেও ছাড়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে যারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। গতকাল আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বৈঠক শেষে ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘খুন, ধর্ষণসহ সব ধরনের অপরাধই কমে আসছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। বিভিন্ন বাহিনীর তৎপরতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতি হয়েছে।’ মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে যে বিশেষ অভিযান চলছে, এ অভিযানে ২৫ হাজার ৫৭৫টি মামলা হয়েছে। অভিযানে ৩৭ হাজার ২২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কেবল মাদক বহনকারীদেরই নয়, মাদক সরবরাহকারী, অর্থ লগ্নিকারী ও সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করা হয়েছে, যে কারণে এই অভিযান ফলপ্রসূভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের কারাগারগুলোতে ৮৯ হাজার ৫৮৯ জন বন্দী রয়েছে। এর মধ্যে ৪২ ভাগ বন্দী মাদক অভিযানে গ্রেফতার হয়েছে।’ তিনি বলেন, ‘মাদক পাচার প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এর পরও মিয়ানমার সীমান্তসহ যেসব পথে মাদক আসে, সেগুলো প্রতিরোধ করার জন্য বিজিবির সঙ্গে অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করবে।’

সর্বশেষ খবর