শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে

বর্তমান সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না অভিযোগ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সংসদ নির্বাচনের আগেই পার্লামেন্ট ভেঙে দিতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারকে আর কোনো প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবে না। প্রয়োজনে আইন পরিবর্তন করে নির্বাচন কমিশনে সংস্কার আনাতে বাধ্য করা হবে।

গতকাল রাজধানীর পল্টনে মুক্তিভবনে বাম গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিপিবি সভাপতি বলেন, নির্বাচনকে যে প্রহসনে পরিণত করা হয়েছে এর বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে চাই। প্রয়োজনে লাগাতার অবরোধসহ শক্তিশালী আন্দোলন গড়ে তুলবো। এসব কর্মসূচি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না, সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, আমরা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার চাই। সেখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করতে চাই। নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি থেকে নির্বাচনকে মুক্ত করতে চাই। সরকারের সঙ্গে থাকা বাম দলগুলো এই জোটে আসতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে সেলিম বলেন, প্রয়োজনে জোটকে আরও সম্প্রসারণ করবো। কিন্তু যারা শাসক শ্রেণির সঙ্গে হাত মিলিয়েছে তারা আমাদের এই চিন্তা বা আহ্বানের আওতাভুক্ত না। আমাদের লড়াই তাদের বিরুদ্ধেও। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা দেশকে বাঁচাতে চাই। ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য জোট করছি না। আমাদের জোট ভোট সর্বস্ব জোট না। ইলেকশনটা আমাদের সামগ্রিক আন্দোলনের একটা অংশ। প্রয়োজনে ভোটে যাব, প্রয়োজনে ভোট বয়কট করব।

সর্বশেষ খবর