শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সোনা নিয়ে অভিযোগ সত্য নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা বদলে দিয়ে নকল জিনিস রাখা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,   ‘উনি (মির্জা ফখরুল) অনেক কথাই বলবেন। কারণ উনারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। গণতন্ত্র থেকে সাত ধারা তুলে দেওয়ার ফলে তাদের মুখে এটা শোভা পায় না। যারা নিজেরাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, তাদের মুখে অন্যকে দুর্নীতিবাজ বলা শোভা পায় না। বিএনপির অভিযোগ সত্য নয়।’ গতকাল সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তদন্তে কোনো অপকর্ম বেরিয়ে এলে কঠিন শাস্তি পেতে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, তবে আমি এটুকু বলতে পারি, শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের অপকর্ম করার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত আমরা যেটা জানি, এটা হলো ক্লারিকেল এরর। এ ছাড়া যদি ভিতরে কোনো অনিয়ম হয়ে থাকে সুষ্ঠু তদন্ত হবে। যদি কেউ অপকর্ম করে থাকে, তদন্তে বেরিয়ে আসে তাহলে কঠিন শাস্তি তাকে পেতে হবে। তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যকে গণতন্ত্রের সৌন্দর্য (বিউটি) উল্লেখ করে বলেন, পাল্টাপাল্টি বক্তব্য ঠিক আছে, সুস্থ বক্তব্য ঠিক আছে, গণতন্ত্রের ভাষায় কথা বলা ঠিক আছে। গণতন্ত্রের ভাষায় কথা বলাই তো গণতন্ত্রের বিউটি। কিন্তু আজ আমাদের প্রতিপক্ষ বিএনপি বলছে, দেশে গণতন্ত্র নেই। অথচ তারাই অবিরাম অগণতান্ত্রিক ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণসংবর্ধনা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণভবনে বিশেষ বর্ধিত সভায় তিনি (শেখ হাসিনা) নেতা-কর্মীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এবার গণসংবর্ধনায় হয়তো তিনি জনগণের উদ্দেশে আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বার্তা দেবেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণসংবর্ধনা হবে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সংবর্ধনায় জনতার সমুদ্র তৈরি হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখেই সংবর্ধনাস্থল প্রস্তুত করা হয়েছে এবং সেখানে কয়েক লাখ মানুষের জমায়েত হবে। সংবর্ধনাস্থল পরিদর্শনের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য মির্জা আজম ও রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

সর্বশেষ খবর