শনিবার, ২১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভারসাম্যের ভিত্তিতে আলাদা জোট

নিজস্ব প্রতিবেদক

ভারসাম্যের ভিত্তিতে আলাদা জোট

মাহমুদুর রহমান মান্না

দেশ বাঁচাতে আগামী নির্বাচনে নৌকা থেকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এটাই আমাদের নির্বাচনী ক্যাম্পেইন। আমরা ভারসাম্যের ভিত্তিতে আলাদা জোট অথবা ঐক্য করতে চাই।’ গতকাল রাজধানীর গুলশান ২-এ তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘আমরা জামায়াতের সঙ্গেও যাচ্ছি না, আবার বিএনপির সঙ্গেও যাচ্ছি না। আমাদের নির্বাচনী ক্যাম্পেইন হচ্ছে দেশ বাঁচাতে নৌকা থেকে বিরত থাকতে হবে। আমরা বলছি না আমাদের প্রধানমন্ত্রিত্ব বা মন্ত্রিত্ব দিতে হবে। একইভাবে বলি, মালয়েশিয়ায় কোনো দল যদি ১৫ জন সংসদ সদস্য নিয়ে প্রধানমন্ত্রী পেতে পারে, তাহলে আমরা তো ৫০ বা ৬০টি আসন পেতে পারি। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারকে ক্ষমতায় বসানো গণতন্ত্র হতে পারে না। এ জন্য আমরা ভারসাম্যের ভিত্তিতে আলাদা জোট অথবা ঐক্য করতে চাই। এ জোটে সরকারবিরোধী বিএনপিসহ সব দলই থাকতে পারবে।’ জাতীয় ঐক্যে জামায়াতকে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মান্না বলেন, ‘জামায়াত নির্বাচনী প্রক্রিয়ায় আসতে পারবে না। কারণ, তাদের নিবন্ধন নেই। জামায়াত হয়তো বিএনপি থেকে ১০টি আসন পেতে পারে। আওয়ামী লীগ থেকেও পেতে পারে। কারণ, আওয়ামী লীগের মধ্যেও অনুপ্রবেশকারীর অভাব নেই। তারা তো দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতে পারবে না।

কারণ, জামায়াত সাংগঠনিক বা রাজনৈতিকভাবে নেই। এখনই জামায়াত জামায়াত করে ঐক্য বাধাগ্রস্ত করতে চাই না।’ সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্টের শরিক দল বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, ‘বিভিন্ন সংবাদপত্রে আমরা বিএনপির কাছে ১৫০টি আসন চেয়েছি বলে প্রচার হয়েছে। তা সত্য নয়। আমি এ বিষয়ে কাউকে কিছু বলিনি। আমি বলেছি ভারসাম্যের ভিত্তিতে জাতীয় ঐক্য হতে হবে।’

সর্বশেষ খবর