শনিবার, ২১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সংকট উত্তরণে চাই জাতীয় সংলাপ

নিজস্ব প্রতিবেদক

সংকট উত্তরণে চাই জাতীয় সংলাপ

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের সঙ্গে নির্বাচনী ঐক্যজোট করতে যাচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে এই ঐক্যে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের বাইরে থাকা সমমনাদের একটি অর্থবহ জাতীয় ঐক্যের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কাদের সিদ্দিকী। এ সময় চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় সংলাপের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ইদানীং চারিদিকে জাতীয় ঐক্যের সুবাতাস বইছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, আমরা শুরু থেকেই জাতীয় ঐক্যের পক্ষে। তবে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপির কাছে ১৫০ আসন দাবি করেছেন। তিনি সেটা করতেই পারেন। কিন্তু বিএনপির সঙ্গে সিট ভাগাভাগি আর আপামর দেশবাসীর কাঙ্ক্ষিত জাতীয় ঐক্য এক কথা নয়। তিনি বলেন, আমরা যে জাতীয় ঐক্য করতে যাচ্ছি সেই ঐক্য জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের সুযোগ পেলে ঐক্যজোটের প্রধান থাকবেন অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী আর রাষ্ট্রপ্রধান হবেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। এ সময় যুক্তফ্রন্ট এখনো প্রস্তাবিত বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর