মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দুর্দান্ত জয়ে শুরু টাইগারদের

মেজবাহ্-উল-হক

দুর্দান্ত জয়ে শুরু টাইগারদের

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ঝিমিয়ে পড়া বাংলাদেশ দল অধিনায়ক মাশরাফিকে পেয়ে উজ্জীবিত হয়েছিল। আর এই উজ্জীবিত বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের ৪৮ রানে হারিয়ে  ওয়ানডে সিরিজে এগিয়ে গেল টাইগাররা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়াম যেন সত্যিই পয়মন্ত ভেন্যু। এই মাঠেই ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো বধ করেছিল বাংলাদেশ। এবার সেই ভেন্যুতেই টাইগারদের কাছে ধরাশায়ী স্বাগতিকরা। আগামীকাল ক্যারিবীয়দের আরেকবার আটকে দিতে পারলে সিরিজই নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজদের। সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়েছেন বাংলাদেশের দলে ‘পঞ্চ পাণ্ডব’! তামিম ইকবাল খেলেছেন অপরাজিত ১৩০ রানের ইনিংস, সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ৯৭। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না হলেও তামিমের সঙ্গে ২০৭ রানের একটি অসাধারণ জুটি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি এবং দ্বিতীয় উইকেট জুটিতে নতুন রেকর্ড। তাদের জুটিই বাংলাদেশকে বড় স্কোরের দিকে নিয়ে যায়। আর শেষ দিকে মুশফিকুর রহিম ক্যারিবীয় বোলারদের ওপর চালিয়েছেন স্ট্রিম রোলার! স্লোগ ওভারে মাত্র ১১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে ২৭৯ রানের বড় স্কোর এনে দিয়েছেন সাবেক টাইগার দলপতি। তারপর বোলিংয়ে মাশরাফি ৩৭ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র এক বল খেলার সুযোগ পেয়ে তা থেকে বাউন্ডারি আদায় করে নিয়েছেন। বোলিং করার সুযোগ না পেলেও ক্যারিশম্যাটিক ফিল্ডিং করেছেন। একাই তিন তিনটি ক্যাচ লুফেছেন, সেই ক্যারিবীয় ঝড় ক্রিস গেইলকে রান আউট করেছেন। ৫ সিনিয়রের কাঁধে সওয়ার হয়েই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এখন ১-০তে এগিয়ে।

সর্বশেষ খবর