মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে কুমিল্লার জজ আদালতকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। খালেদা জিয়ার আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর  রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের ওপর হাই কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২৭ জুন খালেদা জিয়া জামিনের আবেদন করেন। ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদন শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেন কুমিল্লার আদালত। এরপর ১১ জুলাই খালেদা জিয়া হাই কোর্টে এ মামলায় আবেদন করে জামিন চেয়েছেন। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের ওপর হাই কোর্টে সপ্তম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আবদুর রেজাক খান শুনানি করেন। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৬ নম্বর সাক্ষীর সাক্ষ্যের অংশবিশেষ পাঠ করেন।

 খালেদা জিয়ার পক্ষে আদালতে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, জামিল আখতার এলাহী, রাগিব রউফ চৌধুরী, ফারুক হোসেন, নওশাদ জমির প্রমুখ উপস্থিত ছিলেন। ১২ জুলাই হাই কোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়। এই মামলায় পাঁচ বছরের সাজার বিরুদ্ধে আপিলের পর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাই কোর্ট। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পর ১৬ মে তা বহাল রাখে আপিল বিভাগ। এ মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়াসহ তিনজন কারাবন্দী। বাকি তিন আসামি পলাতক। খালেদা জিয়া ছাড়া বাকি দুজন হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পলাতক তিনজন হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ মামলাটিতে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে অন্য আসামিদের ১০ বছরের সাজা দেন আদালত। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন। এ মামলার সাজা নিয়ে খালেদা জিয়া কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর